Showing posts with label facebook. Show all posts
Showing posts with label facebook. Show all posts

সাবধান facebook massage এর মাধ্যমে ছড়িয়ে পড়ছে SPAM text

সাবধান facebook massage এর মাধ্যমে ছড়িয়ে পড়ছে SPAM text
১৪ এপ্রিল থেকে ফেক (ভুয়া) আইডি নিধন শুরু করেছে ফেসবুক সিকিউরিটি টিম। এ অভিযান চলবে আগামী ছয় মাস। ফেসবুক সিকিউরিটি টিমের এক পোস্টে বলা হয়েছে, ভুয়া অ্যাকাউন্ট ঠেকানোর কার্যকর উপায় হিসেবে উন্নত ব্যবস্থা নিয়েছে ফেসবুক।

ফেক নিধন করতে গিয়ে অনেকের আসল  আইডিগুলোও স্থায়ীভাবে ডিজেবলড অথবা ডিলিট হয়ে যেতে পারে। যেসব ফেসবুক আইডিতে নিজের ফটো (ছবি), মোবাইল নম্বর, ইমেইল আইডি নেই ফেসবুকের এই নিধন অভিযানে সেগুলো একেবারের জন্য বন্ধ হয়ে যাবে।

এরই মধ্যে কিছু বেনামি নিউজ পোর্টাল একটা মmassage দিয়ে বলছে এটা facebook থেকে পাওয়া  massage। আর আপনি যদি সেটা ২৫ জনকে না পাঠান তা হলে আপনার আইডি বন্ধ হয়ে যাবে। আসলে যার কোন ভিত্তি নেই। এটা কিছু অতি উৎসায়ি লোকের কাজ। কিন্তু অনেকেই না বুঝে এই SPAM text সবাইকে পাঠাচ্ছে।

এই টাইপের লেখা গুলি কেউ যদি আপনাকে Send করে আপনি এই লেখা গুলি ignore করবেন এবং কাউকে Forward করবে না। এইগুলি SPAM text..!! এইগুলি থেকে দূরে থাকুন না হয় আপনার Profile এ যদি কেউ SPAM Message এ Report করে তখন আপনার Profile এ সমস্যা হবে। এ কারনে আপনার আইডি ব্লক হয়ে যেতে পারে। 

কি ভাবে ডিজেবল হওয়া ফেইসবুক আইডি ফিরিয়ে আনবেন

কি ভাবে ডিজেবল  হওয়া ফেইসবুক আইডি ফিরিয়ে আনবেন
গত কয়েকদিন ধরে অনেকের ফেইসবুক আইডি হটাৎ ডিজেবল হয়ে গেছে। লগিন করলেই শুধু একটি ম্যাসেজ দেখাচ্ছে। ফেসবুককে নিরাপদ সোশ্যাল মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই ফেক আইডি গুলো ডিজেবল করার সিদ্ধান্ত নিয়েছে।


সিকিউরিটি আপডেটের জালে ইতিমধ্যেই অসংখ্য ফেক আইডির সাথে অনেকের রিয়েল আইডিও নষ্ট হয়ে গিয়েছে সামান্য ভুলের জন্যই।  এ অভিযান চলবে আগামী ছয় মাস। ফেক নিধনে রিয়েল আইডিগুলো ও পার্মানেন্ট ডিজেবল/ডিলিট করে দেবে। যাদের আইডিতে নিজের ফটো, নাম্বার, ইমেইল অ্যাড নেই। ইতোমধ্যে অনেকেই লগইন করলে আইডি লক দেখাচ্ছে। কিছু সিকিউরিটি কুয়েশ্চন দিচ্ছে।

তবে আশার কথা  হচ্ছে ফেসবুক কখনো রিয়েল আইডিকে বন্ধ করে রাখবে না। তাই সঠিক পদ্ধতির মাধ্যমে আপনার বন্ধ হওয়া আইডির বিরুদ্ধে আপিল করলে ফেরত পাবার চান্স ৯৯% বলে জানায় সাইবার ৭১ নামে হ্যাকার গ্রুপ।

আমরা আপনাদের দেখাব কি ভাবে ডিজেবল আইডি উদ্ধার করবেন।

১। প্রথমে আপনার আইডিতে লগিন করুন। নিচের  মত একটি ম্যাসেজ আসবে। এখান থেকে লাল মার্ক করা জাউগায় ক্লিক করুন।

২।  প্রথম ধাপ শেষে হলে নিচের মত একটি পেইজ আসবে। এখান থেকে submit an appeal এ ক্লিক করুন (লাল মার্ক করা)।

৩। দ্বিতিয় ধাপ শেষে নিচের ছবির মত একটি পেইজ আসবে। এখানে প্রথমে আপনার ইমেই আইডি অথবা মোবাইল নাম্বার দিবেন।
২য় নাম্বারে আপনার ফুল নাম লিখবেন। যেটি আপনার প্রোপাইল নাম। ৩য়ত আপনার আইডি প্রুপ করতে হবে। এখানে আপনার জাতিয় পরিচয় পত্রের স্কেন কপি দিতে পারেন। অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট কপি দিতে পারেন।




ত্বিতিয় ধাপ শেষে সেন্ড করে দিন। আপনাকে ২৪ অথবা ৭২ ঘন্টার মধ্যে SMS অথবা ইমেইল এর মাধ্যমে জানানো হবে।