দেখে নিন এ বছরের শেষ সুপারমুন


মাস ঘুরতে না ঘুরতে সেপ্টেম্বরে দেখতে পারেন আরোও একটা সুপারমিউন বা বছরের শেষ সুপারমুন। চলতি বছরে এটি সহ বিশ্ববাসি মোট ছয়টি সুপারমুন দেখতে পাবে। আগামিকাল সোমবার  বিশ্ববাসি দেখতে পাবে বছরের সবচেয়ে আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন রাতের্।

এদিন মধ্যরাত ২টার সময় চাঁদ বছরের অন্য সুপারমুনগুলোর তুলনায় পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে। তখন চাদেঁর সঙ্গে পৃথিবীর আনুমানিক দূরত্ব হবে ২লাখ ২১ হাজার ৭শ ৫৪ মাইল বা ৩লাখ ৫৬হাজার ৮শ ৯৬ কিলোমিটার্। তবে রাত ৩টা নাগাদ হবে চন্দ্রগ্রহণ। তখন পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে। এ সময় চাঁদকে অনেকটা তামাটে লাগবে ও পরে এটি রক্তিম বর্ন ধারন করবে।
যুক্তরাজ্যের ন্যাশনাল টাইডাল অ্যান্ড সি লেভেল ফ্যাসিলিটির অনুমান, দৃশ্যমান দিন গত দৃশ্যমান বছরের তুলনায় জোয়ারে উচ্চতা একটু বেশি হবে। শেষ রাতের দিকে সাড়ে ৪টায় চাঁদ আবার দৃশ্যমান হবে।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট