বাংলাদেশে বন্ধ হল KFC এর ফ্রাঞ্চাইস

KFC ফাস্ট ফুড জগতে এক নাম করা ব্রান্ড । সারা বিশ্বে যার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। হবেই না বা কেন তাদের খাবারের মানের কথা আর বলতে হয় না।
বাংলাদেশে যারা KFC তে খাওয়ার জন্য লাইন লেগে থাকেন তাদের জন্য দুঃসংবাদ হল KFC তাদের  কায্যক্রম বাংলাদেশে বন্ধ করে দিয়েছে।
KFC

বাংলাদেশের ট্রান্সকম ফুডের সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড KFC তাদের ফ্রাঞ্চাইস বন্ধ করে দিয়েছে। মেয়াদ শেষ হওয়া আর মান ভালো না থাকার কারনে তারা আর নতুন করে অনুমোদন দেয়নি।
তাই আসল KFC এর সাথে এখন আর বাংলাদেশে কোন সম্পর্ক নাই।

বর্তমান KFC রেস্তোরা

লক্ষ্য করলেই দেখবেন এখন KFC এর সকল শাখায় "KFC Restaurant - কেএফসি" লেখা আছে।
আসল KFC তে কিন্তু Restaurant লেখা থাকবেনা। আর খাবারের মান কত নিচে নেমে গেছে সেটা খেলেই বুঝবেন।
Wikipedia-তে গিয়ে দেখুন একবার, KFC franchises Country-লিস্টেও বাংলাদেশের নাম নেইঃ https://en.wikipedia.org/wiki/List_of_countries_with_KFC_franchises#Asia


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট