বাংলাদেশে ভারতিয় চ্যানেলের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। ভারতিয় নিন্ম মানের সিরিয়াল দেখে প্রবাবিত হচ্ছে বাংলাদেশের মানুষ বিষেশ করে মহিলা ও শিশুরা। এতে করে অনেক গুন বেড়ে গেছে আত্যহত্তা। আর ঈদ আসেলেই বেড়ে যায় এই আত্যহত্তা ভিবিন্ন পোষাক কিনে দেয়ার অযুহাতে।
বাংলাদেশে ভারতের চ্যানেল চললেও ভারতে বাংলাদেশের কোন চ্যানেল সম্পচার করা হয় না। এ নিয়ে অনেক তর্ক-বিতর্ক হলেও তাতে কোন ফল আসেনি।
এবার মাঠে নেমেছে সাইবার ৭১। তারা আজ তাদের ফেইজ বুক পেইজে ভারতের জি বাংলা চ্যানেলের ওয়েবসাইট হ্যাক করার দাবি করে। সেখানে জি বাংলার লিংকে গিয়ে দেখা যায় সেখানে সাইবার ৭১ এর একটি ভিডিও বার্তা দেয়া হয়েছে। সেই বার্তায় ভারতে বাংলাদেশের চ্যানেল চালানোর বিষয়ে ব্যাবস্থা গ্রহন করার কথা বলা হয়েছে। আর সেখানে সতর্ক করে বলা হয়েছে এই বার্তাকে অনুরোধ না ভেবে সতর্ক বার্তা হিসেবে বলা হয়েছে।
কি ছিলো সাইবার ৭১ এর সেই পোষ্টে? পাঠকদের শুবিধার জন্য হুবহু তুলে দেয়া হল-
জি বাংলা হ্যাক করলো "সাইবার ৭১"
বাংলাদেশে এরকম থার্ড ক্লাস সাইটের কোন প্রয়োজন নেই, যদি এই ব্যাপারে জি বাংলা সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের আক্রমন চালিয়ে যাবো।
জি বাংলা সিনেমার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে আমাদের বার্তা আমরা প্রকাশ করেছি। সাইটঃ http://zeebanglacinema.com/
মিররঃ http://www.zone-h.net/mirror/id/24637134
বাংলাদেশে ভারতের চ্যানেল চললেও ভারতে বাংলাদেশের কোন চ্যানেল সম্পচার করা হয় না। এ নিয়ে অনেক তর্ক-বিতর্ক হলেও তাতে কোন ফল আসেনি।
এবার মাঠে নেমেছে সাইবার ৭১। তারা আজ তাদের ফেইজ বুক পেইজে ভারতের জি বাংলা চ্যানেলের ওয়েবসাইট হ্যাক করার দাবি করে। সেখানে জি বাংলার লিংকে গিয়ে দেখা যায় সেখানে সাইবার ৭১ এর একটি ভিডিও বার্তা দেয়া হয়েছে। সেই বার্তায় ভারতে বাংলাদেশের চ্যানেল চালানোর বিষয়ে ব্যাবস্থা গ্রহন করার কথা বলা হয়েছে। আর সেখানে সতর্ক করে বলা হয়েছে এই বার্তাকে অনুরোধ না ভেবে সতর্ক বার্তা হিসেবে বলা হয়েছে।
কি ছিলো সাইবার ৭১ এর সেই পোষ্টে? পাঠকদের শুবিধার জন্য হুবহু তুলে দেয়া হল-
জি বাংলা হ্যাক করলো "সাইবার ৭১"
বাংলাদেশে এরকম থার্ড ক্লাস সাইটের কোন প্রয়োজন নেই, যদি এই ব্যাপারে জি বাংলা সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের আক্রমন চালিয়ে যাবো।
জি বাংলা সিনেমার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে আমাদের বার্তা আমরা প্রকাশ করেছি। সাইটঃ http://zeebanglacinema.com/
মিররঃ http://www.zone-h.net/mirror/id/24637134
এছাড়া জি বাংলার সম্পর্কিত বিভিন্ন মতামত দেবার জন্য তাদের অফিশিয়াল
ওয়েবসাইট জি ফিড ব্যাকেও প্রবেশ করলে আমাদের হ্যাক করা সতর্ক বার্তা দেখা
যাবে। সাইটঃ http://zeefeedback.com/syndication_queries.php
এছাড়া জি বাংলার সাইটে প্রবেশ করলে সেই সাইটটিও ডিডস আক্রমনে বন্ধ করে রাখা হয়েছে। http://i60.tinypic.com/9gaiya.png
সমগ্র সচেতন বাংলাদেশীদের পক্ষ থেকে আমাদের এই আক্রমন পরিচালনা করা হয়েছে। আমাদের আক্রমনে খুশী হলে কমেন্ট / শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।
এছাড়া জি বাংলার সাইটে প্রবেশ করলে সেই সাইটটিও ডিডস আক্রমনে বন্ধ করে রাখা হয়েছে। http://i60.tinypic.com/9gaiya.png
সমগ্র সচেতন বাংলাদেশীদের পক্ষ থেকে আমাদের এই আক্রমন পরিচালনা করা হয়েছে। আমাদের আক্রমনে খুশী হলে কমেন্ট / শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।