Showing posts with label হ্যাক. Show all posts
Showing posts with label হ্যাক. Show all posts

সাবধান! মোবাইল এপ্লিকেশন দিয়ে রেজাল্ট দেখলে হ্যাক হতে পারে আপনার মবাইলের সকল তথ্য

সাবধান! মোবাইল এপ্লিকেশন দিয়ে রেজাল্ট দেখলে হ্যাক হতে পারে আপনার মবাইলের সকল তথ্য
আজ যেহেতু  HSC  রেজাল্ট দিবে। সেহেতু সবাই রেজাল্টের জন্য ব্যাস্ত হয়ে পড়বেন। তার মাজে অনেকেই BD Result  নামে যে মোবাইল apps আছে সেটি ব্যবহার করবেন। কিন্তু আপনি কি জানেন এই apps টি ব্যবহার করার কারনে আপনার মোবাইলের অনেক গুরুত্ত পূর্ন তথ্য হ্যাক হয়ে যেতে পারে?? হ্যা আমি সত্যি বলছি। আজ সকালে সাইবার ৭১ এর অফিসিয়াল ফেইজবুক পেইজে এ ব্যপারে একটি ভিডিও সতর্ক বার্তা দিয়ে সবাইকে সাবধান থাকার কথা জানান। তারা বলেন আপাদত এই apps টি ব্যাবহার থেকে বিরত থাকেতে।


আপনার কি কি তথ্য হ্যাক হতে পারে

  • আপনার ঐ এন্ড্রয়েড  ফোনে যত account আছে তারা সব গুলো নিয়ন্ত্রন করতে পারবে।
  • আপনার মোবাইলের সব কন্ট্রাক নাম্বার 
  • আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে
  • আপনার মোবাইল থেকে SMS পাঠাতে পারবে, এডিট করতে পারবে এবং পড়তেও পারবে।
  • আপনার মবাইল থেকে কল করতে পারবে।
  • আপনার মোবাইলের যত ছবি, গান, ভিডিও আছে তারা এই সব ডিলিট করতে পারবে এবং নিয়ে যেতেও পারবে। 
এ ছাড়া আরো অনেক কিছু তারা তাদের নিয়ন্ত্রনে নিতে পারবে। সুতরাং এখনি সাবধান হয়ে যান।

ভিডিও


"সাইবার ৭১" এবার হ্যাক করলো জি-বাংলা

 "সাইবার ৭১" এবার হ্যাক করলো জি-বাংলা
বাংলাদেশে ভারতিয় চ্যানেলের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। ভারতিয় নিন্ম মানের সিরিয়াল দেখে প্রবাবিত হচ্ছে বাংলাদেশের মানুষ বিষেশ করে মহিলা ও শিশুরা। এতে করে অনেক গুন বেড়ে গেছে আত্যহত্তা। আর ঈদ আসেলেই বেড়ে যায় এই আত্যহত্তা ভিবিন্ন পোষাক কিনে দেয়ার অযুহাতে।

বাংলাদেশে ভারতের চ্যানেল চললেও ভারতে বাংলাদেশের কোন চ্যানেল সম্পচার করা হয় না। এ নিয়ে অনেক তর্ক-বিতর্ক হলেও তাতে কোন ফল আসেনি।

 এবার মাঠে নেমেছে সাইবার ৭১। তারা আজ তাদের ফেইজ বুক পেইজে ভারতের জি বাংলা চ্যানেলের ওয়েবসাইট হ্যাক করার দাবি করে। সেখানে জি বাংলার লিংকে গিয়ে দেখা যায় সেখানে সাইবার ৭১ এর একটি ভিডিও বার্তা দেয়া হয়েছে।  সেই বার্তায় ভারতে বাংলাদেশের চ্যানেল চালানোর বিষয়ে ব্যাবস্থা গ্রহন করার কথা বলা হয়েছে। আর সেখানে সতর্ক করে বলা হয়েছে এই বার্তাকে অনুরোধ না ভেবে সতর্ক বার্তা হিসেবে বলা হয়েছে।

কি ছিলো সাইবার ৭১ এর সেই পোষ্টে? পাঠকদের শুবিধার জন্য হুবহু তুলে দেয়া হল-


জি বাংলা হ্যাক করলো "সাইবার ৭১"
বাংলাদেশে এরকম থার্ড ক্লাস সাইটের কোন প্রয়োজন নেই, যদি এই ব্যাপারে জি বাংলা সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের আক্রমন চালিয়ে যাবো।
জি বাংলা সিনেমার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে আমাদের বার্তা আমরা প্রকাশ করেছি। সাইটঃ http://zeebanglacinema.com/
মিররঃ http://www.zone-h.net/mirror/id/24637134

এছাড়া জি বাংলার সম্পর্কিত বিভিন্ন মতামত দেবার জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট জি ফিড ব্যাকেও প্রবেশ করলে আমাদের হ্যাক করা সতর্ক বার্তা দেখা যাবে। সাইটঃ http://zeefeedback.com/syndication_queries.php
এছাড়া জি বাংলার সাইটে প্রবেশ করলে সেই সাইটটিও ডিডস আক্রমনে বন্ধ করে রাখা হয়েছে। http://i60.tinypic.com/9gaiya.png

সমগ্র সচেতন বাংলাদেশীদের পক্ষ থেকে আমাদের এই আক্রমন পরিচালনা করা হয়েছে। আমাদের আক্রমনে খুশী হলে কমেন্ট / শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।

যারা Yahoo! একাউন্ট ব্যাবহার করেন তাদের জন্য দুঃসংবাদ

যারা Yahoo! একাউন্ট ব্যাবহার করেন তাদের জন্য দুঃসংবাদ
সম্প্রতি ৬ দিনে ১৭৪৭ টি ইয়াহু একাউন্ট হ্যাক করেছে মাদাগাস্কার এক ১৬ বছরের তরুন। এই বিষয়ে সাইবার৭১  সবাইকে সাবধান করে তাদের পেইজে একটি পোষ্ট করে। সেখানে এই ১৬ বছরের তরুন কি ভাবে ঐ একাউন্ট হ্যাক করে সেই সম্পর্কে বিস্তারিত উল্যেখ করা হয়।

yahoo hacked

পাঠকদের শুবিধার জন্য সাইবের ৭১ এর সেই পোষ্টি সম্পূর্ন তুলে দেয়া হল

"সম্প্রতি আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, কোরিয়া, ইসরাইল, পাকিস্তান, ইন্ডিয়া সহ বেশ কিছু দেশের পুলিশ, গোয়েন্দা, নায়ক-নায়িকা সহ বিভিন্ন বড় সেলেব্রিটিদের ইয়াহু একাউন্ট হ্যাক করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহ বিভিন্ন সোশিয়ল একাউন্ট হ্যাক করে নিয়েছে মাদাগাস্কার এর ছোট্ট ১ টি দ্বীপে বসবাস কারী মান্দা নামের এই ছেলেটি।
CNN এর ডন লেমন নামের একজন সাংবাদিক একটি সংবাদ সম্মেলনে এই তথ্য টি জানান।
হ্যাকার মান্দা
আমেরিকায় এক দিনে বেশ কিছু জনপ্রিয় ও কিছু গোয়েন্দার ফেইসবুক ও টুইটার একাউন্ট হ্যাক হয়। হ্যাক করার পর হ্যাকার স্টেটাস ও টুইট দিয়ে নিজের পরিচয় জানিয়েও দিয়েছে। 'I'm Manda Haxor! Believe it or not, I'm the best in the world.' এমন টাইপের স্টেটাস প্রতিটি হ্যাক করা সোশিয়ল একাউন্ট এ পোস্ট করে সে।
ডন লেমন ছেলেটির সাথে কথা বলতে চাইলে প্রথমে নাকচ করে দেয়। কিন্তু কয়েকবার অনুরোধ করায় তার স্কাইপি একাউন্ট দেয় এবং সেখানেই সাক্ষাতকার নেয় এই ১৭ বছর বয়সি হ্যাকারের।
ছেলেটি বলে 'আমি এই পর্যন্ত ১৭৪৭ টি ইয়াহু একাউন্ট হ্যাক করেছি। ইয়াহু একাউন্ট এর সাথে যেসব একাউন্ট এড করা ছিল, তা সব হ্যাক করেছি। আমি কারোও ক্ষতি চাই না। কিন্তু হ্যাক করতে আমার ভাল লাগে।'
তাকে জিজ্ঞাসা করা হয় শুধু ইয়াহু একাউন্ট হ্যাক করেছেন। জিমেইল বা হটমেইল নয় কেনো?
উত্তরে বলে আমি ইয়াহু ছাড়া অন্য কোন একাউন্ট পারবো না। পৃথিবীর যে কোন ইয়াহু একাউন্ট সামান্য ১টি ছোট ট্রিক দিয়ে হ্যাক করার ক্ষমতা আমি রাখি।
.

সাইবার ৭১ এর পক্ষ থেকে সবাইকে সতর্ক করে দেয়া হচ্ছে, যারা ইয়াহু একাউন্ট ব্যাবহার করে থাকেন।
আগেও ইয়াহু একাউন্ট এর অনেক ভুল ত্রুটি ও দূর্বলতা ধরা পড়েছিল তা সবাই জানেন। কিন্তু এবার কোন ইয়াহু একাউন্টেরই ভরসা নেই।
হ্যা, ইয়াহু একাউন্ট থেকে জিমেইল একাউন্ট খুব ভাল, ত্রুটিমুক্ত, ঝামেলামুক্ত, ও শক্তিশালী, ব্যাবহার করা যায় ভাল ভাবে। তাই সবাইকে ইয়াহু একাউন্ট ব্যাবহারে সতর্ক করে দেয়া হচ্ছে।

পারলে জিমেইল ব্যাবহার করুন।"
  
এবার আপনিই চিন্তা করে দেখুন আপনি কোন account ব্যবহার করবেন।