সাবধান! মোবাইল এপ্লিকেশন দিয়ে রেজাল্ট দেখলে হ্যাক হতে পারে আপনার মবাইলের সকল তথ্য

আজ যেহেতু  HSC  রেজাল্ট দিবে। সেহেতু সবাই রেজাল্টের জন্য ব্যাস্ত হয়ে পড়বেন। তার মাজে অনেকেই BD Result  নামে যে মোবাইল apps আছে সেটি ব্যবহার করবেন। কিন্তু আপনি কি জানেন এই apps টি ব্যবহার করার কারনে আপনার মোবাইলের অনেক গুরুত্ত পূর্ন তথ্য হ্যাক হয়ে যেতে পারে?? হ্যা আমি সত্যি বলছি। আজ সকালে সাইবার ৭১ এর অফিসিয়াল ফেইজবুক পেইজে এ ব্যপারে একটি ভিডিও সতর্ক বার্তা দিয়ে সবাইকে সাবধান থাকার কথা জানান। তারা বলেন আপাদত এই apps টি ব্যাবহার থেকে বিরত থাকেতে।


আপনার কি কি তথ্য হ্যাক হতে পারে

  • আপনার ঐ এন্ড্রয়েড  ফোনে যত account আছে তারা সব গুলো নিয়ন্ত্রন করতে পারবে।
  • আপনার মোবাইলের সব কন্ট্রাক নাম্বার 
  • আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে
  • আপনার মোবাইল থেকে SMS পাঠাতে পারবে, এডিট করতে পারবে এবং পড়তেও পারবে।
  • আপনার মবাইল থেকে কল করতে পারবে।
  • আপনার মোবাইলের যত ছবি, গান, ভিডিও আছে তারা এই সব ডিলিট করতে পারবে এবং নিয়ে যেতেও পারবে। 
এ ছাড়া আরো অনেক কিছু তারা তাদের নিয়ন্ত্রনে নিতে পারবে। সুতরাং এখনি সাবধান হয়ে যান।

ভিডিও



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট