আশা ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিক ভাবে পর্দা নামলো ইন্ট্রা-ডিপার্টমেন্ট বিতর্ক প্রতিযোগিতার । গতকাল বিকেলে পুরস্কার বিতরনির মধ্য দিয়ে শেষ হল এই বিতর্ক প্রতিযোগিতা। এর আগে
গত ৮ই আগস্ট শুরু হয় এই প্রতিযোতা।
ইন্ট্রা-ডিপার্টমেন্ট
এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ভিবিন্ন অনুষদ থেকে ৬টি দল । এই
প্রতিযোগিতা তিন রাউন্ডে পরিচালনা করা হয়। ১ম রাউন্ড, ২য় রাউন্ড এবং ফাইনাল
রাউন্ড।
|
বিচারকরা প্রতিযোগিদের বক্তব্য শুনছেন |
প্রথম রাউন্ড
৮ আগস্ট শেষ হয় এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড। ১ম রাউন্ড ছিল নক -আউট পর্ব। আর এই রাউন্ড থেকে BBA, LLB এবং BSS দ্বিতিয় রাউন্ডে উঠে।
দ্বিতিয় রাউন্ড
২য় রাউন্ড শুরু এবং শেষ হয় ৯ আগস্ট। ২য় রাউন্ডে প্রথমে বাকযুদ্ধে মুখমুখি হয় BBA এবং BSS। এখানে তাদের বিতর্কের বিষয় ছিলো "অর্থনৈতিক পরাধিনতাই দেশকে মেধা শূন্য করে"। এই বিষয়ের পক্ষে যুক্তু তুলে ধরে BBA, আর এর বিপক্ষে যুক্তি তুলে ধরে BSS। এই রাউন্ডে তুমূল কথার লড়াইয়ে জয়ি হয় BSS।
|
বিতর্ক দেখতে আসা শিক্ষার্তিরা |
২য় রাউন্ডের ২য় বাক যুদ্ধে অংশ নেয় LLB এবং BSS। এখানে তর্কের বিষয় ছিলো "ছাত্র রাজনীতিই প্রজন্ম বিকাশে সহায়ক"। এই বিষয়ের পক্ষে যুক্তু তুলে দরে BSS, এবং ন এর বিপক্ষে যুক্তি তুলে দরে LLB। আর এই বিষয়ের উপর যথা যত যুক্তি উপস্থাপন করে জয়ি হয় LLB।
২য় রাউন্ডে ৩য় বাক যুদ্ধে অংশ নেয় LLB এবং BBA। এখানে বিতর্কের বিষয় ছিলো "মুক্ত চিন্তা বিকাশের ক্ষেত্রে রাজনীতি অপেক্ষা সংস্কিতি চর্চাই মূখ্য"। এই বিষয়ের পক্ষে যুক্তু তুলে ধরে LLB, এবং ন এর বিপক্ষে যুক্তি তুলে ধরে BBA। এখানে বাক-যুদ্ধের লড়াইয়ে জয়ি হয় BBA।
২য় রাউন্ড শেষে মোট নম্বরের ভিত্তিতে ফাইনালে উঠে LLB এবং BSS।
|
কাজের ফাকে ভলেন্টিয়ারদের একাংশ |
এই দুই রাউন্ডে বিচারকের দ্বয়িত্ত পালন করেন বিশ্ববিদ্যালয়ের ভিবিন্ন অনুষদ এর শিক্ষক বৃন্দ। যারা অতিতে বিতর্কের সাথে যুক্ত ছিলেন।এক্সপার্ট হিসেবে বিচারক ছিলেন জিয়াউর রহমান চৌধুরি (নিউজ রুম এডিটর যমুনা টিভি)।
ফাইনাল রাউন্ড
গতকাল ১১ই আগস্ট বেলা ৩ টায় শুরু হয়। এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের ভাইস সেঞ্জেলর প্রপেসর ড. ডালেম চন্দ্র বর্মন, বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রপেসর ড. ইকবাল হোসেন ও ভিবিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।
|
অতিথি এবং শিক্ষক বৃন্দ |
ফাইনালে তর্কের বিষয় ছিলো "দারিদ্র বিমোচন নয়, তথ্য প্রযুক্তির উত্তোরণই এই শতকের মূল চ্যালেঞ্জ"। এই বিষয়ের পক্ষে অবস্থান নেয় BSS এবং বিপক্ষে অবস্থান নেয় LLB। এখানে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বাক যুদ্ধ। ফাইনালে প্রতিযোগিদের এই তুমুল বাকযুদ্ধ শেষে জাজদের চুলচেড়া বিশ্লেসনে প্রথম হয় আইন বিভাগ। আর সেরা বক্তা হয় আইন বিভাগের আহসান হাবিব।
|
ট্রপি নিচ্ছে আইন বিভাগ |
এই পর্বে বিচারকের দায়িত্ত পালন করেনমি. সোহরাব হোসেন (জয়েন্ট এডিটর দৈনিক প্রথম আলো), রেজা আহম্মেদ( নিজস্ব প্রতিবেদক যমুনা টিভি), জিয়াউর রহমান চৌধুরি (নিউজ রুম এডিটর যমুনা টিভি) , ইকবাল হাসান (এক্স-জেনারেল সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি ডিবেট সোসাইটি) এবং মোহাম্মদ মাসুদুর রহমান (ডেপুটি রেজিস্টার আশা ইউনিভার্সিটি বাংলাদেশ)।
|
প্রথম আলোকে ক্রেস্ট দেন সম্মানিত ভাইস সেঞ্জেলর |
বেলা শেষে পুরস্কার বিতরনির মধ্য দিয়ে সমাপ্তি টানা হয় এই প্রতিযোগিতার।
|
ভলন্টিয়ারদের সাথে বিজয়ি দল |
শেয়ার করুন