আগামিকাল মুক্তি পাচ্ছে জিরো ডিগ্রি

দর্শকদের অনেক আসের ফুল-জুড়ি নিয়ে আগামিকাল (৬ই ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ও জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদের প্রযোজনায় জিরো ডিগ্রি। এরই মধ্যে ছবিটির ট্রেলর সেই আসাকে আরো ঘনিভূত করেছে। দর্শকরা  এই ছবি অনেক আসাবাদি যে, ছবিটি তাদের চাহিদা পূরন করতে পারবে। ছবিটি দর্শকদের মাজে দারুন সাড়া জাগাবে এমনটাই আসা করেন প্রযোজক  মাহফুজ আহমেদ। এ প্রসঙ্গে তিনি দৈনিক মানব জমিনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, গত বছর থেকে ‘জিরো ডিগ্রি’ নিয়ে কাজ করে আসছি। নির্মাণ থেকে
শুরু করে এখন পর্যন্ত যা দেখছি তাতে মনে হয় সবই ইতিবাচক। ছবিটি দর্শকের কাছে পৌঁছাবে আগামীকাল। শীতল একটা পরিবেশে ছবির মধ্য দিয়ে ভিন্নরকম এক তাপমাত্রা ছড়াবে এমনটাই বিশ্বাস আমার। মাহফুজের বিশ্বাস, আস্থা আছে তার ছবি নিয়ে। কিন্তু দেশ অতিক্রম করছে একটাক্রান্তিকাল। খুব সহজেই সেটা বলা যায় রাজনৈতিক
পরিস্থিতির কথা। খুবই খারাপ একটি সময় যাচ্ছে। এর মাঝে ছবি নিয়ে এত আত্মবিশ্বাসের ফুলঝুরি। ভয় কি হচ্ছে না মাহফুজের? এমন প্রশ্নের জবাবে তার সরল স্বীকারোক্তি, এ অবস্থার মাঝে ছবি মুক্তি দেয়াটা ঝুঁকিপূর্ণ কাজ। ভয় যে হচ্ছে না তা কিন্তু নয়। তবে এ অবস্থার মাঝে ১৬ কোটি বাঙালি কিন্তু বসে নেই। জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছেন। জীবিকার তাগিদে শ্রম দিচ্ছেন। পেট্রলবোমার আঘাতে প্রাণ যাচ্ছে অনেকের। কিন্তু থেমে তো নেই কেউই। আমরাও কিন্তু সেই ১৬ কোটির বাইরের নই। এ পরিস্থিতি আরও কতদিন থাকবে সে চিন্তা করে বসে থাকলে তো দর্শকের মাঝে তাপ অনুভব করানো যাবে না। সেজন্যই জানুয়ারির শুরু ও শেষের দিকে ছবিটি মুক্তি দেবো বলে দু’বার চিন্তা করেও বাদ দিয়েছি। তবে শীত মওসুমেই ছবিটি দর্শকের কাছে পৌঁছাতে পারছি। তাই এসব রাজনৈতিক ঝামেলা উপেক্ষা করে আমরা আসছি ‘জিরো ডিগ্রি’ নিয়ে। মাহফুজ অভিনীত ও প্রযোজিত এ ছবিটি নিয়ে এরই মধ্যে অনেক আলোচনা হয়েছে। দর্শক ছবির ট্রেইলারটি বেশ গ্রহণ করেছেন বলেও জানান তিনি।
তিনি আরোও বলেন আমি নিজে দেখার জন্য ছবি বানাচ্ছি না। আমি দর্শকদের জন্য ছবি বানাচ্ছি। পুরস্কারের লোভেও বানাচ্ছি না। আমি ছবি বানাচ্ছি দর্শকদের আনন্দ দেয়ার জন্য। সে আনন্দ দিতে গিয়ে যদি পুরস্কার পাই তাতে আমি খুশি।
ছবিটিতে  মাহফুজ আহমেদ ছাড়াও আরো অভিনয় করেন জয়া আহসান,  ইফতেখার যাইব , রুহী, মীর গুরু, তারেক আনাম খান, তিলি সামাদ, ইরেশ  যাকের স আরও অনেকে।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট