প্রতি বছর পৃথীবিতে বহু মানুষ সাইকেল দুর্ঘটনায় মারা যায়। এদের বেশির ভাগ মারা যায় মাথায় আঘাত পেয়ে। সাইকেলিস্টরা সাধারানত যে সব হেলমেট ব্যবহার করে তা ঘাড়- ও মাথাকে থিক মত রক্ষা করতে পারে না। আর এসব দুর্ঘটনয় মৃত্যুর হার কমানোর জন্য বিজ্ঞানিরা এমন এক হেলমেট তৈরি করেছেন যা এই সব অনাকাঙ্খিত মৃত্যু থেকে সাইকেলিস্ট দের রক্ষা করবে।
ব্যবহার
Hovding নামক এই হেলমেটি দেখতে একটি বেল্টের মত। যা গলায় পেচিয়ে রাখতে হয়। যখন কেউ দুর্ঘটনায় পড়ে শুন্যে বেশে উঠবে তখন এটি নিজে থেকেই খুলে যাবে। যা আপনার মাথার যে কোন ধরনের ক্ষতি থেকে রক্ষা করবে। বেল্ট থেকে খোলার পর এটি দেখতে স্কার্ফ এর মত। আর এটি খুলতে সময় নেয় মাত্র ১০ সেকেন্ড।
তাহলে চলুন ভিডিওতে দেখে নেই এটি কী ভাবে কাজ করে
Hovding নামক এই হেলমেটি দেখতে একটি বেল্টের মত। যা গলায় পেচিয়ে রাখতে হয়। যখন কেউ দুর্ঘটনায় পড়ে শুন্যে বেশে উঠবে তখন এটি নিজে থেকেই খুলে যাবে। যা আপনার মাথার যে কোন ধরনের ক্ষতি থেকে রক্ষা করবে। বেল্ট থেকে খোলার পর এটি দেখতে স্কার্ফ এর মত। আর এটি খুলতে সময় নেয় মাত্র ১০ সেকেন্ড।
তাহলে চলুন ভিডিওতে দেখে নেই এটি কী ভাবে কাজ করে