আর কদিন পর পহেলা বৈশাখ। আর এখন থেকেই চলছে সব ধরনের প্রস্তুতি। চলছে প্লানিং। কোথায় যাওয়া হবে, কার সাথে যাওয়া হবে, কী পোষাক পড়া হবে??? এই সবই এখন আমাদের মাথার ভিতর গুরছে। আর সাথে তো একটা চিন্তা থাকছেই বৈশাখে একটু ভিন্ন ভাবে সাজা। আর পান্তা ইলিশ তো আছেই!
আর এই সবের মাজে কানের কাছে বৈশাখের কোন গান বাজবে না তা হতে পারে না। তাই আপনাদের জন্য বৈশাখের কিছু গান নিয়ে হাজির হলাম
প্রথমেই সেই গানটি রয়েছে যেটি ছাড়া পহেলা বৈশাখ জমে না। হ্যাঁ ঠিক ধরেছেন ফিডব্যাক এর মাকসুদের কন্ঠে
আর এই সবের মাজে কানের কাছে বৈশাখের কোন গান বাজবে না তা হতে পারে না। তাই আপনাদের জন্য বৈশাখের কিছু গান নিয়ে হাজির হলাম
প্রথমেই সেই গানটি রয়েছে যেটি ছাড়া পহেলা বৈশাখ জমে না। হ্যাঁ ঠিক ধরেছেন ফিডব্যাক এর মাকসুদের কন্ঠে
♫♫♫মেলায় যাইরে♫♫♫
আপনাদের জন্য এই গানের লিরিক দেয়া হল
গানঃ মেলা
শিল্পীঃ মাকসুদ (ফিডব্যাক)
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
লেগেছে বাঙ্গালির ঘরে ঘরে একি মাতন দোলা
লেগেছে সুরেরই তালে তালে হৃদয়ে মাতন দোলা
বছর ঘুরে এলো আরেক প্রভাতী
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি...
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ী পরে ললনারা হেটে যায়...
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে
বখাটে ছেলের ভীড়ে ললনাদের রেহাই নাই...♫
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে
লেগেছে রমণীর খোপাতে, বেলী ফুলের মালা
এদেশী সুগন্ধী মেখে আজ প্রেমের কথা বলা...
রমণা বটমূলে, গান থেমে গেলে
প্রখর রোদে, এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙ্গের মেলায়
এ বুঝি বৈশাখ এলো বলেই...
মেলায় যাইরে, মেলায় যাইরে
মেলায় যাইরে, মেলায় যাইরে
এবারে যে গানটি থাকছে সেটি হল মোহুয়া লিপি'র ♫♫ঢোল বাজে♫♫
এবারের গানটি হচ্ছে ইস্তিয়াক এর ♫♫আইলো আইলো আইলো রে♫♫
♫তাক ধিনাদিন তাক ধিনাদিন তাক♫
গানটির লিরিক নিচে দেয়া হল
কন্ঠ- প্রিতম
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
তাক ধিনাদিন তাক ধিনাদিন তাক ধিনাদিন তাক
বছর ঘুরে আবার এলো এলোরে বৈশাখ
ঝড়েরই ডানায় চরে এলোরে বৈশাখ
আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক
তরুণী সাজবে যে আজ টাটকা বুনোফুলে
তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ
আজ দিন হবে শুরু রমনা বটমূলে
রবিশুরে মাতাল হাওয়া নাচবে দুলে দুলে
হাজারো প্রানের মেলা টি এস সি চত্বরে
একই সুরে গাইছে যে গান সবাই গলা ছেড়ে
আজ শুধু ভালোবাসা আনন্দ উজানে
বাঙ্গালীর বর্ষ বরন নানা আয়োজনে
উঠেছে খুশির তুফান সবারই অন্তরে
একই সুরে গাইছে যে গান সবাই গলা ছেড়ে
বছর ঘুরে আবার এলো এলোরে বৈশাখ
ঝড়েরই ডানায় চরে এলোরে বৈশাখ
আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক
তরুণী সাজবে যে আজ টাটকা বুনোফুলে
তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ
আজ দিন হবে শুরু রমনা বটমূলে
রবিশুরে মাতাল হাওয়া নাচবে দুলে দুলে
হাজারো প্রানের মেলা টি এস সি চত্বরে
একই সুরে গাইছে যে গান সবাই গলা ছেড়ে
আজ শুধু ভালোবাসা আনন্দ উজানে
বাঙ্গালীর বর্ষ বরন নানা আয়োজনে
উঠেছে খুশির তুফান সবারই অন্তরে
একই সুরে গাইছে যে গান সবাই গলা ছেড়ে