Showing posts with label বিমান বাংলাদেশ. Show all posts
Showing posts with label বিমান বাংলাদেশ. Show all posts

তারকার কাতারে যোগ হচ্ছেন নতুন দুই নায়িকা

তারকার কাতারে যোগ হচ্ছেন নতুন দুই  নায়িকা

ঢাকার চলচ্চিত্রে নায়িকা সংকট এড়াতে আরো দুই সম্ভাবনাময়ী নায়িকা উপহার দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।

কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়া নতুন নায়িকা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয়। সে মোতাবেক ১৯ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল জাজ মাল্টিমিডিয়ার নতুন চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’র শুভ মহরত ও নতুন নায়িকার অভিষেক অনুষ্ঠান। পরিচয় করিয়ে দেওয়া নতুন দুই নায়িকার সাথে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নুসরাত ফারিয়া
 অভিনয় দিয়ে কতটা তারকা হতে পারবেন, তা অজানা। তবে প্রস্তুতির কমতি রাখেনি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তারাই গতকাল জমকালো অনুষ্ঠান করে দুই নতুন অভিনেত্রীকে হাজির করল সবার সামনে। একজনের নাম জলি। অন্যজন টেলিভিশন ও রেডিওর চেনা নাম নুসরাত ফারিয়া।

ফাল্গুনী রহমান জলি

 'প্রেমী ও প্রেমী' ছবির মাধ্যমে এই প্রথম বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছে নুসরাত ফারিয়া। তার বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার নায়ক অঙ্কুশ। ছবিটি পরিচালনা করবেন - আব্দুল আজিজ ও অশোক পাতি।
 ফারিয়া বলেন, 'শুরুটা জাজ মাল্টিমিডিয়ার মতো বড় ব্যানারে হওয়ায় আমি আনন্দিত। এটি একটি আলোচিত ছবি হবে বলে আমার বিশ্বাস।' জলি বলেন, 'আগে অভিনয় করিনি। আমাকে একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। সবার শুভকামনা চাই।'




বিমান বাংলাদেশের ফ্লাইট সিডিউল দেখুন ধুমকেতু ব্লগে

বিমান বাংলাদেশের ফ্লাইট সিডিউল দেখুন ধুমকেতু ব্লগে
বাংলাদেশ থেকে প্রতিদিন শত শত মানুষ দেশের বাহিরে গমন করে থাকে। কেউ যায় কাজের জন্য, কেউ যায় ভ্রমনে আবার কেউ যায় ব্যবসার কাজে।
আমারা বেশির ভাগ সময় আমাদের প্রিয় জনদের বিমান বন্দরের বিতরে ডুকিয়ে দিয়ে চলে আসি। প্রিয় জনকে ছেড়ে আসার পর আমাদের মনে একটা বিষয় গুরপাক খায় সেটা হল তার ফ্লাইট ছাড়লো কিনা? কারন বিমানে উঠার পর বাহিরের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। আর তাই ধুমকেতু ব্লগ আপনাদের জন্য নিয়ে আসলো ঘরে বসে বিমানের সিডিউল দেখার সুযোগ।
এর মাধ্যমে আপনি দেখতে পারবেন বিমান রানওয়েতে গেছে কিনা, যদি লেট করে কত মিনিট লেট করলো ইত্যাদি বিষয় সবই দেখতে পারবেন এইখানে