Alexa ranking মতে youtube হচ্ছে ৩য় বৃহত্তম website। প্রতিনিয়ত এই সাইটে ভিজিটর বাড়ছেই। আর আপনি যদি youtube এর পূর্ন মজা নিতে চান তা হলে জেনে রাখতে পারেন কিছু Youtube keyboard shortcuts।
- ভিডিও চলাকালিন সময়ে key board তেকে space অথবা k চাপলে ভিডিও play এবং push হবে।
- "0" চাপলে ভিডিও প্রথম থেকে শুরু হবে। এই কাজটা Home key চেপেও করা যাবে।
- End key চাপলে ভিডিও শেষে চলে যাবে। আর যদি কোন চ্যানেলে থাকেন এইটা next ভিডিওতে চলে জাবে।
- অ্যারো বাটন ডান দিকে চাপলে ভিডিও সামনের দিকে টানবে। আর যদি বাম দিকে চাপলে ভিডিও পিচনের দিকে কয়েক সেকেন্ড পিচনে গিয়ে আবার সামনে চলবে।
- অ্যারো বাটন নিচের দিকে চাপলে ভলিয়ম কমবে আর উপরের দিকে চাপলে ভলিয়ম বাড়বে। আর আপনি যদি একেবারে মিউট করতে চান তা হলে m বাটন চাপুন।
- আপনি যদি কী বোর্ড থেকে f বাটন চাপেন তা হলে ভিডিও full-screen হয়ে যাবে। আর screen ছোট করতে Esc বাটন চাপুন।