Showing posts with label অফিস ২০১০. Show all posts
Showing posts with label অফিস ২০১০. Show all posts

কি ভাবে MS Word থেকে ছবিকে JPG আকারে সেব করবেন

কি ভাবে MS Word থেকে ছবিকে JPG আকারে সেব করবেন
আমারা যারা MS office এ কাজ করি তাদের  অনেকের মাজে মধ্যে MS Word এর ছবিকে JPG আকারে দরকার হয়। কারন JPG না করতে পারলে আপনি MS Word  ছাড়া এই ছবি অন্য কোথাও ব্যাবহার করতে পারবেন না।  কিন্তু আমরা অনেকেই এই কাজটি করতে পারি না। আর যারা এটি করতে না পারেন তাদের জন্যই আজ আমি আপনাদের দেখাবো কি ভাবে MS Word থেকে ছবিকে JPG তে রুপান্তর করবেন।

>> প্রথমে যেই office ফাইল থেকে ছবিকে jpg তে রুপান্তর করতে চান সেই ফাইলটি open করুন। এবার ছবিটিকে সিলেক্ট করে কপি করে নিন।

>> এখন আপনার কম্পিউটার এর start menu থেকে paint লিখাটি সার্চ করুন অথবা paint প্রোগ্রামটি রান করুন। এবার key board থেকে Ctrl+V চেপে ছবিটি পেস্ট করুন। তারপর ফাইল থেকে নিজের মত করে সেভ করে নিন jpg, png সহ যে কোন ফরমেটে।

কোন কিছু বুজতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন

কি ভাবে MS Word থেকে ব্যাক লিঙ্ক দূর করবেন

কি ভাবে MS Word থেকে ব্যাক লিঙ্ক দূর করবেন
আমারা প্রতিনিয়ত MS Word, Excel অথবা power point এ কাজ করে থাকি।আর আমারা যারা ভার্সিটি লেভেলে পড়ি তো assignment নামের সাথে খুব পরিচিত। এই assignment করতে আমারা সবাই কম বেশি ইন্টারনেটের উপর নির্ভর করে থাকি।
কিন্তু একটা সমস্যায় আমাদের প্রায়ই পরতে হয় থা হল ব্যাক লিঙ্ক (যেই লিখার নিচে Underline এবং লিখাটা নীল হয়ে থাকে) করতে না পারা। আমারা অনেকেই এই কাজটা পারি না।
আজ আমি আপনাদের দেখাবো কি ভাবে এই লিঙ্ক রিমুভ করতে হয় (লাল বক্স করা)।


স্টেপঃ১

প্রথমে আপনি যেই লিখা গুলি থেকে ব্যাক লিঙ্ক দূর করতে চান সেই টুকু কপি করুন। তারপর নিচের ছবিতে মত MS word এ গিয়ে past লিখাত ক্লিক করুন । তারপর past special এ ক্লিক করুন।

step 1

স্টেপঃ২

এবার ছবিতে দেখানো মত একটি উইন্ডো আসবে তখন সেখান থেকে unformatted Text এ সিলেক্ট করে ok বাটন চাপুন।
step-2


ব্যাস আপনার কাজ শেষ। দেখুন লিঙ্ক ছাড়া লিখা গুলি পেস্ট হয়ে গেছে।


দেখে নিন অফিস ২০১০ কিছু ট্রিকস

দেখে নিন অফিস ২০১০ কিছু ট্রিকস

#ওয়ার্ডে বর্ডারবিহীন টেবিল 

ওয়ার্ড ২০১০ সালে টেক্সটসহ কোনো টেবিলের বর্ডার তুলে দেয়া সম্ভব। টেবিলকে শুধু টেক্সটে রুপান্তরের জন্য প্রথমে টেবিলকে নির্বাচন করুন। এবার Design মেনু নির্বাচন করে borders অপশন থেকে no border নির্বাচন করতে হবে।
  *******°°°°°******* 

#ওয়ার্ডে কভার পেজ 

ওয়ার্ড ২০১০ ব্যবহারকারীরা কোনো প্রোফাইল তৈরি করতে পারেন। এ জন্য insert মেন্যু সক্রিয় থাকা অবস্থায় cover page টাইটেল বার থেকে পছন্দের যে কোনো লে-আউট নির্বাচন করলেই তা ওয়ার্ড পেজে প্রদর্শিত হবে।
 *****÷÷÷÷÷*****÷÷÷÷÷ 

#এক্সেলে প্রথম সেলে আসা

 এক্সেল ২০১০ -এ বড় আকারে কোনো ওয়ার্কশিটে কাজ করার পর একেবারে নিচের সেল থেকে সরাসরি ওপরের সেলে আসা সম্বব। এ জন্য কীবোর্ডে ctrl+Home চাপতে হবে।