কি ভাবে MS Word থেকে ব্যাক লিঙ্ক দূর করবেন

আমারা প্রতিনিয়ত MS Word, Excel অথবা power point এ কাজ করে থাকি।আর আমারা যারা ভার্সিটি লেভেলে পড়ি তো assignment নামের সাথে খুব পরিচিত। এই assignment করতে আমারা সবাই কম বেশি ইন্টারনেটের উপর নির্ভর করে থাকি।
কিন্তু একটা সমস্যায় আমাদের প্রায়ই পরতে হয় থা হল ব্যাক লিঙ্ক (যেই লিখার নিচে Underline এবং লিখাটা নীল হয়ে থাকে) করতে না পারা। আমারা অনেকেই এই কাজটা পারি না।
আজ আমি আপনাদের দেখাবো কি ভাবে এই লিঙ্ক রিমুভ করতে হয় (লাল বক্স করা)।


স্টেপঃ১

প্রথমে আপনি যেই লিখা গুলি থেকে ব্যাক লিঙ্ক দূর করতে চান সেই টুকু কপি করুন। তারপর নিচের ছবিতে মত MS word এ গিয়ে past লিখাত ক্লিক করুন । তারপর past special এ ক্লিক করুন।

step 1

স্টেপঃ২

এবার ছবিতে দেখানো মত একটি উইন্ডো আসবে তখন সেখান থেকে unformatted Text এ সিলেক্ট করে ok বাটন চাপুন।
step-2


ব্যাস আপনার কাজ শেষ। দেখুন লিঙ্ক ছাড়া লিখা গুলি পেস্ট হয়ে গেছে।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট