#ওয়ার্ডে বর্ডারবিহীন টেবিল
ওয়ার্ড ২০১০ সালে টেক্সটসহ কোনো টেবিলের বর্ডার তুলে দেয়া সম্ভব। টেবিলকে শুধু টেক্সটে রুপান্তরের জন্য প্রথমে টেবিলকে নির্বাচন করুন। এবার Design মেনু নির্বাচন করে borders অপশন থেকে no border নির্বাচন করতে হবে।
*******°°°°°*******
#ওয়ার্ডে কভার পেজ
ওয়ার্ড ২০১০ ব্যবহারকারীরা কোনো প্রোফাইল তৈরি করতে পারেন। এ জন্য insert মেন্যু সক্রিয় থাকা অবস্থায় cover page টাইটেল বার থেকে পছন্দের যে কোনো লে-আউট নির্বাচন করলেই তা ওয়ার্ড পেজে প্রদর্শিত হবে।
*****÷÷÷÷÷*****÷÷÷÷÷
#এক্সেলে প্রথম সেলে আসা
এক্সেল ২০১০ -এ বড় আকারে কোনো ওয়ার্কশিটে কাজ করার পর একেবারে নিচের সেল থেকে সরাসরি ওপরের সেলে আসা সম্বব। এ জন্য কীবোর্ডে ctrl+Home চাপতে হবে।