IDB তে যারা যাতায়াত করেন এই পোষ্ট তাদের জন্য

শিরনাম দেখে ভাবতেই পারেন IDB যেতে হলে কেন এই পোষ্ট দেখতে হবে। আমি বলছি আপনার পোষ্টা সম্পুর্ন পড়া উচিত। কারন আপনি এই রাস্তাটাকে যত সহজ ভাবছেন রাস্তাটা কিন্তু ততটা সহজ না। এই রাস্তায় হরহামেসাই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। আপনি হয়তো ভাবতে আমার পরিচিত কেউ ছিনতাইয়ের শিকার হইছে তাই আমার এত মাথা ব্যাথা। হ্যাঁ আমার পরিচিত কেউ ছিনতাইয়ের শিকার হয়েছে। আর তা সংখ্যা একজন না। গোটা চারেক লোক ছিন্তাইয়ের শিকার হয়েছে। তাদের ৩ জনেরই ল্যাপটপ খোয়া গেছে। আর মূল কথা আমার পরিচিত কেউ ছিনতাইয়ের শিকার না হলে এই ঘটনা আমার জানার কথা না।
 নিচের ঘটনা গুল একটু পড়ে দেখুন

## বসর খানিক আগে আমার এক ফ্রেন্ড IDB থেকে তার ল্যাপ্টপ নিয়ে রিকসায় করে আসতেছিল। হঠাৎ পিচন থেকে আসা মোটর সাইকেল থেকে টান দিয়ে তা ল্যাপ্টপে ব্যাগটা নিয়ে যায়। ফ্রেন্ড কিছু বোঝার আগেই তার এলাকা ছাড়া।

## মাস ছয় আগের কথা, আমার এক বড় ভাই IDB থেকে ফিরছিলেন। শেরেবাংলা থানার কাছে আসার পর  পিছন থেকে আসা মটর সাইকেল আরোহী তা ল্যাপ্টপের ব্যাগ  টান যায়। আর যেহেতু ব্যাগ তা হাতে ধরা ছিলো তাই তিনি রিকসা থেকে পড়ে যান এবং মারাত্মক ভাবে আহত হন। এখানে যে তার শুধু ল্যাপটপ গেল তা না, তার ওয়েব ডিজাইনের কয়েকটা প্রজেক্ট তার হাত ছাড়া হলো।

## দিন পাঁচেক আগের কথা এক ফ্রেন্ড ভার্সিটিতে আসার সময় তা কাছে থাকা ব্যাগ মটর সাইকেল থেকে টান দিয়ে নিয়ে যায়। সে যখন নাম্বার নোট করতে নাম্বার প্লেটের দিকে তাকালো সে দেখলো সেখানে ON TEST লেখা। কিন্তু আসার কথা হল তা ব্যাগে ল্যাপটপ ছিল না।

তাই সবাইকে সাবধান করে বলছি যারা IDB এর আসে পাসের রাস্তায় চলা-ফেরা করেন বিষেশ করে ল্যাপ্টপ ব্যাগ নিয়ে তারা একটু সাবধানে চলবেন। 


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট