আপনার মোবাইল দিয়ে তোলা ছবিকে করে তুলন আরও আকর্ষণীয়

আমারা প্রতিনিয়ত মোবাইলে ছবি তুলি এডিট করি আর ফেইজবুকে আপলোড দেই। এটা এখন আমাদের রুটিন কাজ। এর মধ্যে একটা প্রতিযোগিতা চলে আর তা হল কে কত ভালো ছবি আপলোড করতে পারে। আর যত ভালো ছবি তত বেশী লাইক।

Camera 360 দিয়ে এডিট করা।



ভালো ছবি আপলোড দেয়ার জন্য ভালো ক্যামেরা ই যথেষ্ঠ না। তার জন্য দরকার ভালো ফটো এডিটিং সফটয়্যার। আর আপনারা যাতে মোবাইল দিয়ে ভালো ভাবে ছবি এডিটিং করতে পারেন সে জন্য নিয়ে আসলাম camera360 নামের এই অ্যাপস। camera 360 দিয়ে আপনি নিজের মত করে কালার দিয়ে ছবি এডিট করতে পারবেন। আর বেশি কিছু বলছি না একবার ইন্সটল করে দেখুন।

http://www.mediafire.com/?vbqhjwdx5y1rs



আপনার মোবাইলের ছবিকে দিন DSLR ইফেক্ট

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট