স্মার্টফোনের বাজারে উপস্থিতি বাড়িতে কাজ করছে প্রযুক্তি পন্য নির্মাতা প্রতিষ্ঠান এসার। এরই ধারাবাহিকতায় লিকুইড এক্স-২ নামে নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে এই প্রতিষ্ঠান। এই স্মার্টফোন্টির বৈশিষ্ট্য হলো এতে এক সাথে তিনটি সিম ব্যবহার করা যাবে। লিকুইড এক্স ২ এর কবে নাগাদ বাজারে আসবে তা এখনো প্রকাশ করা হয়নি।
কি কি থাকছে এই স্মার্টফোন:
►সিমঃ ৩টা
►ডিসপ্লেঃ ৫.৫ ইঞ্চি
►রেজুলেশনঃ ১৯২০*১০৮০ পিক্সেল
►প্রসেসরঃ অক্টা-কোর (৬৪-বিট)
►ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল (ব্যাক), ১৩ মেগাপিক্সেল (সামনে)
►র্যামঃ ২জিবি
►ম্যামোরিঃ ১৬ জিবি (সর্বোচ্চ ৩২ জিবি ব্যবহার করা যাবে)
►USB: MicroUSB
►ডিসপ্লেঃ ISP LCD
►ওজনঃ ১৫৫ গ্রাম
►ব্যাটারিঃ ৪০০০ মিলি অ্যাম্পিয়ার
►Operating System Version: Android 5.0 Lollipop
ডিভাইস উন্মোচনের পাশাপাশি লিকুইড এক্স২ এর জন্য কুইক টাচ ফ্লিপ কেস উন্মোচন করেছে এসার। যার মাধ্যমে ফ্লিপ কবার না খুলেই মিউজিক, আবহাওয়া, সময় সহ অন্যান্য ফিচার নিয়ন্ত্রনের সুবিধা পাবেন এর ব্যবহারকারিরা। এর চার হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনাকে দিবে দির্ঘ সময় ব্যাকাআপ।
ধারনা করা হচ্ছে তিন সিম ব্যবহার করার সুবিধা থাকায় এটি ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারে ব্যপক সাড়া ফেলবে।