অ্যাপল ম্যাক মিনি এখন বাজারে



যুগের যাথে তাল মিলিয়ে সব কিছুই ছোট হয়ে যাচ্ছে। আর প্রযুক্তি পন্য তো লাফিয়ে লাফিয়ে ছোট হচ্ছে। আর এখন কম্পিউটার!এটি এখন আপানার প্যান্টের সাইট পকেটে নিয়ে গুরতে পারবেন। হ্যাঁ আমি অ্যাপল এর ম্যাক মিনির কথা বলছি।

স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে অ্যাপল ম্যাক মিনি।
ইন্টেল কোর-আই ফাইভ প্রসেসর ছাড়াও এই ম্যাক মিনিতে রয়েছে ৩ মেগাবাইট ক্যাশ মেমোরি, ৪ জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ইন্টেল এইচডি গ্রাফিক্স(৫০০০), এইচডিএমআই পোর্ট, চারটি ইউএসবি ৩.০ পোর্ট, এসডি কার্ড স্লট, অডিও ইনপুট এবং হেডফোন পোর্ট।
আই ম্যাক মিনি লম্বায় ৭.৭ ইঞ্চি এবং প্রস্থে ৭.৭ ইঞ্চি। এর ওজন ১.১৯ কেজি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য প্রায় ৪৯৫০০ টাকা।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট