Showing posts with label গুগল. Show all posts
Showing posts with label গুগল. Show all posts

জেনে নিন ২০১৭ সালে গুগল এর অবাক করা তিন পন্য সম্পর্কে

জেনে নিন ২০১৭ সালে গুগল এর অবাক করা তিন পন্য সম্পর্কে
বিশ্ব দিনে দিনে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। এটি একটি পুরনো কথা। বছর ঘুরার সাথে সাথে আমরা পরিচিত হই নতুন নতুন প্রযুক্তি পন্যের সাথে। এ বছর ও আমরা দেখতে পাব অনেক প্রযুক্তির।
আমরা সবাই জানি google কি। তাদের পন্য সম্পর্কেও অনেকের ধারনা আছে। আমি আর তা উল্যেখ করলাম না। এখন আমরা জানব ২০১৭ সালে গুগল আমাদের জন্য নতুন কি নিয়ে আসছে?

Android Wear 2.0: 

এটি একটি স্মার্ট ওয়াচ। আমরা সবাই জানি বাজারে নামি-বেনামি ব্র্যন্ডের অনেক স্মার্ট ওয়াচ পাওয়া যায় এটা আবার নতুন কি? গুগল বলে কথা নতুনত্য কিছু তো থাকবেই। অন্য স্মার্ট ওয়াচ এর চাইতে দেখতে একেবারে আলাদা। এটি দেখতে অ্যানালগ ঘড়ির মত। এই ঘড়িটি আগামি এপ্রিল মাসের
মাজামাজি সময়ে বাজারে ছাড়া হবে। মজার ব্যাপার হল এটি google কিংবা Pixel এর নামে বাজারে আসবে না। এটি সম্পূর্ন নতুন নামে বাজারে আসবে যা একটি স্মার্ট ফোন ছাড়াই সকল কাজ করতে সম্ভব।


Google Robot:

মনে করুন আপনি কোন কিছু অনলাইনে অর্ডার করলেন আর একটি রোবট আপনার পন্যের ডেলিবারি নিয়ে আপনার দরজার কড়া নাড়ছে! হ্যাঁ এমনই একটি রোবট নিয়ে কাজ করছে গুগল।গুগল একটি চার পা ওয়ালা রোবটকে প্রশিক্ষন দিচ্ছে তার গতি বাড়ানোর জন্য যা পন্য ডেলিভারির কাজে ব্যাবহার করা সম্ভব। এই রোবটকে ডাকা হয় স্পট মিনি নামে। এখনো এটি সিস্টেম
আপডেটের কাজ চলছে। আশা করা যায় ২০১৭ সালে এটি পন্য ডেলিবারি করার জন্য বাজারে ছাড়া হবে।


Google Glass 2

Google ২০১২ সালে প্রথম Google Glass নিয়ে আত্মপ্রকাশ করে।তখন থেকেই এটি ব্যাপক প্রশংসা কুড়ায়। কিন্ত২০১৫ সালে গুগল এই প্রজেক্টি বন্ধ করে দেয় যথেষ্ঠ পরিমান বিষয়ের অভাবে। কিন্ত ২০১৬ সালে তারা আবার কাজ করা শুরু করে google glass নিয়ে। ২০১৭ সালে আরোও উন্নত মানের ফিচার্স নিয়ে হাজির হচ্ছে Google Glass2 ।







আপনার মোবাইল খরচ ৮০ % পর্যন্ত কমিয়ে আনুন এখুনি

আপনার মোবাইল খরচ ৮০ % পর্যন্ত কমিয়ে আনুন এখুনি
Madviser
কি শিরনাম দেখে চমকে গেলেন? না ভুল দেখছেন না। এখন আপনার মোবাই খরচ ৮০% পর্যন্ত কমিয়ে আনতে পারবেন। আর এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে ছোট একটি সফটওয়্যার।


Madviser নামক এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার ভয়েজ কল অথবা ইন্টারনেট ব্যবহার করার খরচ কনে গুন কমিয়ে আনতে সক্ষম। তাহলে চলুন জেনে নেই যে এই Madviser নামক এই সফটওয়্যার এ এমন কি আছে যা আপনার মোবাইলের খরচ কমাতে সক্ষম-

Madviser ইনস্টল করার পর এর এখানে রেজিস্টেশন করা লাগবে। তারপর এটি আপনার মোবাইলের কল লিস্ট যাচাই করে দেখবে আপনি কোন অপারেটরের সাথে(Gp, Robi, BL,Airtel etc) বেশি কথা বলেন, কোন একটি নাম্বার এর সাথে বেশি কথা বলেন কিনা ইত্যাদি।

তারপর Madviser এর যাচাই করা শেষে আপনাকে তার ফলাফল দেখাবে যে কোন প্যাকেজ ব্যবহার করলে আপনার কত পার্সেন্ট টাকা সেব করা সম্বব। এটি আপনাকে আরও একটি বিষয় দেখিয়ে দিবে তা হল আপনি যদি আপনার এফ এন এফ নাম্বারে বেশি কথা না বলেন এবং কোন নাম্বারের সাথে বেশি কথা বলেন সেটি আপনাকে দেখিয়ে দিবে।

আর এটি মাত্র ৫ এমবির  সফটওয়্যার

Madviser সফটওয়্যারটি ডাউনলোড করতে  নিচের লিঙ্ক এ ক্লিক করুন
সরাসরি Google Play: ডাউনলোড করতে আমাকে ক্লিক করুন


আসুন google এ ঝড় তুলি

আসুন google এ ঝড় তুলি
গুগলকে খালি তথ্য খোজার কাজে ব্যবহার করবেন তা কি ভাবে হয়!! গুগল নিয়ে অনেক মজা করা যায় আমারা কি তা জানি?? না জানলেও সম্যসা নি আমি আছি না। আপনাদেরকে আজ শেখাবো কি ভাবে google মামাকে নিয়ে মজা করবেন।

  • গুগল সার্চ বক্স এ গিয়ে লিখুন "blink html"  দেখুন কি হয়
  • এটা দেখা হলে "bletchley park" 
  • এখন "atari breakout" লিখে সার্চ দেয়ার পর (images for atari breakout) লিখায় ক্লিক করুন। দেখুন কি সুন্দর একটি গেইম খেলা।
  • এটা ট্রাই করুন "do a barrel roll"
  • white House দেখতে কেমন google map এ সার্চ দিয়ে দেখে নিন।
  • ঝড় কি আসলেই হচ্ছে?? এটা দেখুন "zerg rush"