হবিগঞ্জ শহরের এক ঝাঁক তরুণের
সমন্বয়ে গঠিত দূরদৃষ্টি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গড়া "দুরদৃষ্টি"। যার জন্ম হয়েছে ৩ বছর আগে ২০১৩ সালে। ১০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৩৫০ জন। শুরু থেকেই সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে সমাজের অসঙ্গতি ও আর্ত মানবতায় ।
এরই ধারাবাহীকতায় গত ২৫ ডিসেম্বর
হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ থানার কালাইনজুরা, কদুপুর, রাজাপুর ও
বেতকান্দি গ্রামের চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শীতবস্ত্র
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদুপুরের পঞ্চায়েত প্রধান মোঃ মামুন মিয়া, মেম্বার নিজাম উদ্দিন, স্থানীয় মুরুব্বী
নুরুল হক কাজল, তরুণ সমাজসেবক সাইফুল ইসলাম সেফুল, সাইফুল ইসলাম ও দূরদৃষ্টির সদস্যবৃন্দ।
এই সময় দুরদৃষ্টির সভাপতি মনিরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান যারা দুরদৃষ্টির সাথে থেকে কাজ করেছেন প্রত্যক্ষ
এবং পরোক্ষ্ ভাবে ।
উল্লেখ্য দুরদৃষ্টি এছাড়া আরও অনেক সামাজিক কাজে অংসগ
নিয়ে থাকে যেমন ঈদে শিশুদের মাঝে নতুন কাপড়,গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পড়ালেখায় সাহায্য, চিত্রাঙ্কন
প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা ইত্যাদি।