২০১৪ সালে হলিউডে অনেক ছবি’ই
মুক্তি পেয়েছে। কিছু ব্লক বাস্টার কিছু ফ্লপ। চলুন জেনে নিই হলিউডের টপ ৭ ফ্লপ
ছবি কোন গুলি
১। 'Legends of Oz:
Dorothy's Return'
অ্যানিম্যাসন এই ছবিটি তৈরি
করতে করছ হয় ৭০ মিলিয়ন ডলার। কিন্তু এটি টোটাল আয় করে ৯ মিলিয়ন ডলার। এই ছবি টি
মুক্তি পায় ৯মে।
.২। 'Winter's Tale'
রোমান্টিক ম্যাজিক্যাল এই ছবিটি ফ্লপের
তালিকায় ২য়। এই ছবিটি মুক্তি পায় ১৪ ফেব্রুয়ারি। এটি তৈরি করতে খরছ হয় প্রায় ৬০
মিলিয়ন ডলার। কিন্তু এটি লাভ করে ৩১ মিলিয়ন ডলার
.৩। 'Transcendence'
কল্পবিজ্ঞান নিয়ে নিন্মিত এই ছবিটি
ফ্লপ এর তালিকায় ৩য়। এটি তৈরি করতে খরচ হয়েছে ১০০ মিলিয়ন ডলার কিন্তু টিকিট বিক্রি
হয়েছে মাত্র ৮৩ মিলিয়ন ডলারের।
ট্রেলর
৪। 'The Legend of Hercules'
অনেক ডাক-ঢোল পিটিয়ে
মুক্তি দেয়া হয় এই ছবিটি। কিন্তু ছবিটি এসে গেছে ফ্লপ এর তালিকায়। এটি তৈরি করতে
খরচ হয় প্রায় ৭০ মি্লয়ন ডলার কিন্তু এটি সংগ্রহ করে মাত্র ৬১ মিলিয়ন ডলার
৫। 'Pompeii'
পুরনো action ধর্মি এই ছবিটি ফ্লপের তালিকায় ৫ম। এই ছবিটি তৈরি করতে খরচ হয় ১০০ মিলিয়ন ডলার কিন্তু ছবিটি লগ্নি উদ্ধার করতে পারে মাত্র ৯৭ মিলিয়ন ডলার।
ট্রেলর
৬। 'I, Frankenstein'
এই ছবিটি ফ্লপ এর তালিকায়
৬ নাম্বার। action নির্বর এই ছবিতে খরচ হয়েছে ৬৫মিলিয়ন ডলার। এটি মার্কেট থেকে ফিরে পায় ৭১
মিলিয়ন ডলার।
৭। Mr. Peabody and Sherman'
এই animation ছবিটি ফ্লপের
তালিকায় ৭ম।