ঢাকা বাংলাদেশের রাজধানী কিন্তু এই রাজধানী সম্পর্কে আমারা কে কতটুকু জানি?? আজ আপনাদের জানাব কবে কখন ধাকার নাম করন করা হয় এবং কে নাম করন করেন।
স্বাধীনতার পূর্বে ১৬১০, ১৬৬০,১৯০৫ ও ১৯৪৭ এ মোট চারবার রাজধানীর মর্যাদা পেয়েছিল ঢাকা।
স্বাধীনতার পূর্বে ১৬১০, ১৬৬০,১৯০৫ ও ১৯৪৭ এ মোট চারবার রাজধানীর মর্যাদা পেয়েছিল ঢাকা।
- ১৬৫০ঃ সুবাদার ইসলাম খান কর্তিক বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত হয় এবং এর নামকরন করা হয় জাহাঙ্গির নগর।
- ১৬৫০ঃ সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা মুহাম্মদ সুজা বাংলার সুবাদার নিযুক্ত হয়ে ঢাকা থেকে রাজধনী বিহারের রাজমহলে স্থানান্তর করেন।
- ১৬৬০ঃ সম্রাট আলমগির কর্তিক বাংলার সুবাদার নিযুক্ত হয়ে মীরজুমলা বাংলার রাজধানী আবার ঢাকায় স্থানান্তর করেন।
- ১৭১৭ঃ মুর্শিদকুলি খান বাংলার নবাব নিযুক্ত হয়ে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন।
- ১৭৯৯ঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্ত্রীক নি্যুক্ত গভর্নর জেনেরেল স্যার ওয়েলেসলি বাংলার রাজধানী ককাতায় স্থানান্তরিত করেন।
- ১৯০৫ঃ লর্ড কার্জন বঙ্গবিভাগ সম্পন্ন করলে নবগঠিত প্রদেশ 'পূর্ববঙ্গ ও আসামের' রাজধানীর মর্যাদা পায় ঢাকা।
- ১৯৪৭ঃ পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানীর মর্যাদা পায়।
- ১৯৭১ঃ ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানির মর্যাদা লাভ করে।