যুগে যুগে রাজধানী ঢাকা

ঢাকা বাংলাদেশের রাজধানী কিন্তু এই রাজধানী সম্পর্কে আমারা কে কতটুকু জানি?? আজ আপনাদের জানাব কবে কখন ধাকার নাম করন করা হয় এবং কে নাম করন করেন।
স্বাধীনতার পূর্বে ১৬১০, ১৬৬০,১৯০৫ ও ১৯৪৭ এ মোট চারবার রাজধানীর মর্যাদা পেয়েছিল ঢাকা।
  •    ১৬৫০ঃ সুবাদার ইসলাম খান কর্তিক বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত হয় এবং এর নামকরন করা হয় জাহাঙ্গির নগর।
  •   ১৬৫০ঃ সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা মুহাম্মদ সুজা বাংলার সুবাদার নিযুক্ত হয়ে ঢাকা থেকে রাজধনী বিহারের রাজমহলে স্থানান্তর করেন।
  • ১৬৬০ঃ সম্রাট আলমগির কর্তিক বাংলার সুবাদার নিযুক্ত হয়ে মীরজুমলা বাংলার রাজধানী আবার ঢাকায় স্থানান্তর করেন।
  • ১৭১৭ঃ মুর্শিদকুলি খান বাংলার নবাব নিযুক্ত হয়ে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। 
  • ১৭৯৯ঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্ত্রীক নি্যুক্ত গভর্নর জেনেরেল স্যার ওয়েলেসলি বাংলার রাজধানী ককাতায় স্থানান্তরিত করেন।
  • ১৯০৫ঃ লর্ড কার্জন বঙ্গবিভাগ সম্পন্ন করলে নবগঠিত প্রদেশ 'পূর্ববঙ্গ ও আসামের' রাজধানীর মর্যাদা পায় ঢাকা।
  • ১৯৪৭ঃ পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানীর মর্যাদা পায়।
  • ১৯৭১ঃ ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানির মর্যাদা লাভ করে।
        ☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট