বাংলাদেশের অন্তত ১৬টি জেলার বিস্তীর্ণ এলাকা এবার বন্যায় প্লাবিত হয়েছে। জুলাই মাসে শুরু হওয়া এ বন্যায় সরকারি হিসেবেই ৩৪ লাখের বেশি মানুষ দুর্গত হয়েছে। সেই সব জায়গায় চলছে ত্রানের জন্য হাহাকার।
|
ত্রান দিচ্ছেন প্রফেসর ইকবাল আহম্মেদ |
আর এই সব বন্যা কবলিত মানুষকে একটু খানি সাহায্য করার উদেশ্য আশা ইউনিভার্সিটি ত্রান বিতরনের উদ্যোগ নেয়। আজ ১৯শে আগস্ট মানিকগঞ্জের দৌলতপুরে ত্রন বিতরন করে। এই ত্রান বিরতরনে যোগদেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিজনেস ফ্যাকাল্টির সম্মানিত ডীন প্রফেসর ইকবাল আহম্মেদ। তিনি নিজ হাতে বন্যা কবলিত মানুষের হাতে ত্রান তুলে দেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি এর কয়েকজন শিক্ষক এবং ভিবিন্ন ফ্যাকাল্টির ছাত্র-ছাত্রী গন।
|
ব্যানার লাগাচ্ছে ইউনিভার্সিটির ছাত্র'রা |
এর আগে গত এক সপ্তাহ ইউনিভার্সিটিতে চালানো হয় বন্যার্তদের সাহায্য বিষয়ক ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে সাহায্য করেন ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও ছাত্র-ছাত্রী'রা। সবাই যে যার মত টাকা, ওষধ, চাল ইত্যাদি দিয়ে সাহায্য করেন। এর সাথে ইউনিভার্সিটির ফার্মেসি ভিবাগ যোগ করে ৩০০০ এর বেশি স্যালাইন।
|
ত্রান পার্থীদের একাংশ |
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ-এর সোমবারের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এবার গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে৷
|
ত্রান সামগ্রি প্যাকিং করার সময় (আগের দিন) |
এর আগে, ১৯৮৮ সালে, বাংলাদেশে সবচেয়ে বড় বন্যা হয়েছিল৷ তখন যমুনার পানি উঠেছিল বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপরে৷ অর্থাৎ এবার সেটি ১২২ সেন্টিমিটার উঠে রেকর্ড সৃষ্টি করেছে৷
নেপাল ও ভারতে অতিবৃষ্টি এবং বন্যার পানি ব্রহ্মপুত্র ও যমুনা দিয়ে ঢুকেছে বাংলাদেশে৷ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মাসুদ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এবার বন্যা হয়েছে যমুনার পানি বেড়ে যাওয়ার কারণে৷''
তাঁর কথায়, ‘‘বন্যায় আমাদের এখানে যে পানি আসছে, তার ৯৫ শতাংশ বাংলাদেশের বাইরের পানি৷ নেপাল, ভুটান, ভারত ও চীন থেকে এই পানি আসছে৷ আসলে নেপাল এবং ভারতে বৃষ্টিপাতের কারণেই যমুনায় পানি বাড়ছে৷''
বলা হচ্ছে এবার বাংলাদেশে কোথাও দীর্ঘ সময় ধরে পানি আটকে থাকেনি বলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেনি। তবে গত প্রায় এক দশকের মধ্যে বাংলাদেশের মানুষের জন্য এটি বড় বন্যার অভিজ্ঞতা।
শেয়ার করুন