এভারজবস বাংলাদেশ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ এর অডিটোরিয়ামে তাদের দশম
“Conquer Your Career” শীর্ষক ক্যারিয়ার ওয়ার্কশপ এর উপর কর্মশালার আয়োজন করেছে।
সার্বিক সহযোগিতায় ছিল ‘অফিস অফ প্লেসমেন্ট এন্ড এ্যালামনাই, ওপিএ’। উক্ত কর্মশালায়
প্রায় ২০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
২৮ই
মার্চ রোজ মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিট এ অফিস অফ প্লেসমেন্ট এন্ড এ্যালামনাই, ওপিএ’
এর ডিরেক্টর জনাব তারেক মওদুদ সাহেবের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এই কর্মশালার মূল আকর্ষণ ছিল সিভি রাইটিং,
মাল্টিন্যাশনাল কোম্পানীতে ক্যারিয়ার গড়ার সুযোগসমূহ, ইন্টারভিউ টিপস এবং কর্পোরেট
যোগাযোগ ব্যবস্থা। এই সেশনে আরও উপস্থিত ছিলেন- এ্যানা হারম্যান, ম্যানেজিং ডিরেক্টর,
লামুদি বাংলাদেশ; আফলাতুন কায়সার, এইচআর ম্যানেজার, দারাজ গ্রুপ; তৌফিক উজ জামান, সিইও,
ক্যাসপার ফাউন্ডেশন; এতে আলোচ্য বিষয় ছিল-
মাল্টিন্যাশনাল ও স্থানীয় প্রতিষ্ঠানসমূহে ক্যারিয়ার গড়ার টিপস এবং চাকরির সুযোগ
সুবিধাসমূহ, কর্পোরেট লিডিং এন্ড লিডারশিপ।
দেবেন্দ্র
সিং বলেন- "এই ক্যারিয়ার ওয়ার্কশপ এর মাধ্যমে এভারজবস বাংলাদেশ
নতুনদের বাংলাদেশের চাকরির বাজারে প্রবেশ এবং সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করে থাকে।
আমাদের মূল উদ্দেশ্য হল ফ্রেশ গ্রাজুয়েটদের চাকরির বাজারে প্রবেশের দিক নির্দেশনা প্রদান
করা যেন, কর্মজীবনে তারা সেগুলোর প্রয়োগ করতে পারে।"
অনুষ্ঠানটিতে
আরো উপস্থিত ছিলেন ইশতিয়াক সায়আম, ফাউন্ডার, রেপটো বাংলাদেশ এবং এভারজবস্ বাংলাদেশ
এর টিম। এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল dhumketu1.com । বিস্তারিত জানতে আজই ভিজিট করুন- https://www.everjobs.com.bd/ or contact Zahurul H Khan, Head of Marketing & PR on 01959926050