কোনো জবের ডিস্ক্রিপশন পড়ে আপনি সেই জবের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান সম্পর্কে জানতে পারেন। আপনি মানসিক ভাবে সেই জবের জন্য নিজেকে প্রার্থী প্রস্তুত মনে করেন এবং এপ্লাই করেন। কিন্তু কখনও কখনও শুধু কাজ জানাটাই কোম্পানির জন্য যথেষ্ট নয়। তারা প্রার্থীর
আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য খুজে থাকেন। কোম্পনি এমন কিছু গুনাবলি খুজবেন যা খুব সাধারন ও অনন্য। গত ১০ বছরে “অন্যান্য দক্ষতা” কিছুটা পরিবরতিত হয়েছে। আপনার সাবলিল লিখবার দক্ষতা এখানে না থাককেও চলবে কিন্তু আপনাকে অবশ্যই অন্যান্য অফিসিয়াল কাজের দক্ষতা থাকতে হবে।
এভারজবস্
বাংলাদেশ
নিচের লেখাটি নিয়ে
এসেছে যা আপনাকে সাহায্য করবে যে, কোম্পানিগুলো কি ধরনের “অন্যান্য গুনাবলি” প্রার্থী দের নিকট থেকে আশা করে সেই সাথে কিভাবে আপনি এই গুনাবলি আয়ত্ত করবেন একটি ভাল চাকরির জন্যঃ
কম্পিউটার জ্ঞানঃ
২১ শতকের এই দিনে, যেখানে টেকনোলোজির আলোকস্পরশি ছোয়া পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় পৌঁছাতে শুরু করেছে, সেখানে খুব ছোট ছোট কিছু কারণবশত অনেকেই আছেন যাদের কম্পিউটার বেসিক জ্ঞান নেই। এ কারণেই কোম্পানিগুলো কম্পিউটার জ্ঞান থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে থাকেন। আপনার কম্পিউটার সম্পরকে যদি যথাযথ দক্ষতা থাকে তাহলে তা আপনার সিভি তে অবশ্যই উল্লেখ করুন। কম্পিউটার সম্পরকে আপনার যথাযথ দক্ষতা না থাকলে যে কোন কম্পিউটার কোর্সের সাহায্য নিতে পারেন অথবা কোন ট্রেইনার এর সাহায্য নিতে পারেন।
যোগাযোগ দক্ষতাঃ
দুই ধরনের যোগাযোগ দক্ষতা আছে লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা। আপনি হয়ত যে কোন পরিস্থিতিতে তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আপনার যদি যোগযোগ দক্ষতা না থাকে আপনি আপনার আইডিয়া গুলি শেয়ার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার দক্ষতা মুল্যায়ন সঠিক ভাবে হয়না। আপনার সিভিতে উল্লেখ করুন যে আপনি একযন চমৎকার কম্যুনিকেটর,
আরও উল্লেখ করুন যে আপনি একজন ভাল শ্রোতা এবং আপনি লিখিত মৌখিক উভয় তথ্য পর্যালোচনা করতে পারেন। আপনি যদি এমন কোন কোম্পানি তে কাজ করেন যেখানে ইংলিশ এ কমিউনিকেট করা হয়, হয়ত কিছুটা কঠিন হতে পারে, কঠোর অনুশীলন এর মাদ্ধমে আপনি ইংলিশ এ দক্ষতা আয়ত্ত করতে পারবেন।
সময় ব্যবস্থাপনাঃ
আপনি জানেন যে আপনি একজন ভাল অনলাইন লেখক কিন্তু নির্দিষ্ট সময়সীমা পূরণে আপনি ব্যর্থ , অথবা আপনি হয়ত সময় নিরধারন করে রেখেছেন আপনার করনীয় কাজগুলির সময়সীমা কিন্তু শেষ পর্যন্ত আপনি তা করতে পারেন নি ? আপনি হয়ত খুব ত্রুটিপুর্ন সময় ব্যাবস্থাপনায় ভুগছেন যা আপনার জন্য ক্ষতিকর যদি এর ভেতর হতে আপনি বের হতে না পারেন। নিশ্চিত করুন যে আপনার সিভি আপনার দক্ষতা সম্পরকে তথ্য ধারন করে যা আপনার একাধিক কাজের সময়সীমা ও পরিচালনা সঙ্ক্রান্ত তথ্য বহন করে। আপনার সময় ব্যবস্থাপনায় দুরবলতা থাকলে আর ভাল ভাব স্টাডি করুন কিভাবে এর থেকে আপনি বেরিয়ে আসবেন।
ব্যক্তিগত দক্ষতাঃ
পারষ্পরিক যোগাযোগ একজন মানুষ এর স্বাভাবিক বৈশিষ্ট্য। দৈনন্দিন কাজের পরিবেশে আমাদের অন্যদের সাথে যোগাযোগ বজায় রাখতে হয়, এই ধরনের কাজে অনুপ্রাণিত অনেক সময় বড় কোন ঝামেলা হওয়া থেকে বিরত রাখে। এই ধরনের দক্ষতা যাদের আছে অধিকাংশ কোম্পানি তাদের নিয়গ দিতে চান, আপনার সিভি তে উল্লেখ করুন আপনি কিভাবে কাজের পরিবেশে পারষ্পরিক যোগাযোগ বজায় রাখেন। আপনি যদি এই ব্যক্তিগত দক্ষতার অভাববোধ করেন তাহলে আপনার সহকর্মীদের সাথে অনুশীলন করুন। সুন্দর ভাবে শোনা এবং অন্যরা কিভাবে একে অন্যের সাথে কথপকথন করে তা অনুশীলন করুন।
টিম ওয়ার্কঃ
একজন খেলোয়ার হিসেবে নিজেকে আপনার টিম এ প্রতিষ্ঠিত করুন। যারা টিম এ কাজ করতে পারেনা তাদের মূলত কোন কোম্পনী নিয়োগ দেন না – খুব কম সঙ্খক কাজ একা করতে হয়। একাকি কাজ করার মানসিকতা ত্যাগ করতে হবে। আপনার সিভিতে উল্লেখ করুন আপনি টিম এ দলবদ্ধ হয়ে কাজ করতে পারেন, সেই সাথে আপনার দায়িত্ত সম্পরকেও ভাল ভাবে উল্লেখ করুন, আপনার কাজের ধরন অনুযায়ি কিভাবে আপনি সময়মত আপনার কাজ সম্পন্ন করেছেন তা উল্লেখ করুন। আপনি ভাল টিম ওয়ার্কার
না হলে যে কোন ক্লাব অথবা ক্রিড়া দল এ যোগদান করুন। যাই হোক না কেন আপনার কোন সিদ্ধান্ত আপনার এই দক্ষতা কে বাড়াবে আপনাকে নিরধারন করতে হবে।
কর্মোদ্যোগঃ
বেশির ভাগ কোম্পানি সেই সব প্রাথ্রী নিয়োগ দিতে চান যারা কর্মোদ্যোগী হয়ে থাকে, এবং যারা সবসময় অপেক্ষা করে ইন্সট্রাকশন এর জন্য। সেরা প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করুন, আপনার এই গুনাবলী সম্পরকে আপনার সিভি তে উল্লেখ করুন। উদাহরণস্বরূপ, আপনি কিভাবে একটি উদ্যোগ নিয়েছেন এবং তা কিভাবে সম্পাদন করেছেন তা উল্লেখ করুন, এক্ষেত্রে আপনার ফলাফল আর চমকপ্রদ হবে। আপনার সাধারণ কাজের বাইরেও যে আপনি অন্যান্য কাজ করে উতসাহী তা উল্লেখ করুন। আপনি যদি ভাল উদ্দ্যক্তা না হন নিজেকে নিজে প্রশিক্ষন দিন, আপনার আস্থা অবিচল রাখুন এবং আপনার কেরিয়ার কে অগ্রসর করতে পরিকল্পনা করতে থাকুন। আপনার আস্থা অবিচল থাকলে সুযোগ অবশ্যি আপনার কাছে আসবে। নিজেকে সেরা কর্মচারী হিসেবে গড়ে তুলুন। আপনার অন্যান্য দক্ষতা গুলি সেই সাথে ঝালাই করুন। আপনি অবশ্যই আপনার স্বপ্নের পেশা খুজে পাবেন। everjobs.com.bd এ সাইন আপ করুন সেই সাথে সর্বশেষ চাকুরির অনুসন্ধান করুন।
বিস্তারিত জানতে আজই ভিজিট করুন- https://www.everjobs.com.bd/ অথবা যোগাযোগ করুন জহুরুল হক খান 01959926050.
শেয়ার করুন