আপনি কি জুলাই মাসে আপনার ক্যারিয়ারকে নতুন করে বুস্টআপ করতে চাচ্ছেন?
everjobs.com.bd সেরা ৫টি কোম্পানীর নাম প্রকাশ করেছে!
Sajeeb Corporation
সজীব গ্রপ অফ কোম্পানি বাংলাদেশের অন্যতম একটি সুপ্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান তাদের যাত্রা শুরু করে ১৯৮২ সালে। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড বিভিন্ন শিল্প খাতে প্রসার ঘটিয়ে দেশের আর্থ- সামাজিক উন্নয়নে অবদান রাখছে। দক্ষ এবং উদ্ভাবনী প্রফেশনাল টিম প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রন প্রক্রিয়ার সাথে সংযুক্ত। সজীব কর্পোরেশন তাদের পণ্যের আন্তর্জাতিক মান নিয়ন্ত্রনের জন্য প্রতিটি উৎপাদন প্রক্রিয়াকে সর্বচ্চো অগ্রাধিকার দিয়ে থাকে।
কোম্পানিটি নিজেদের উৎপাদিত পণ্য ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন সেজান, ট্যাং, কোলসন, নসিলা, বর্ণভিটা এবং অরিও এর বিভিন্ন পন্য উৎপাদন এবং বাজারজাতের সাথে সরাসরি সংযুক্ত।
City Bank
বাংলাদেশী বেসরকারী ব্যাংক City Bank ১৯৮৩ সালে তাদের যাত্রা শুরু করে। “The City Bank Limited” নাম ঢাকা’র B.B. Avenue শাখার মাধ্যমে। সর্বপ্রথম তারা ৩.৪ কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা শুরু করে যা, বর্তমানে ২৩১১.৭৮ কোটি টাকায় পরিনত হয়েছে। এই ব্যাংকের বর্তমানে ১২০টি শাখা, ৯১টি Online শাখা, নিজস্ব ৩০৯টি ATM Booth এবং ১১৫০টি যৌথ ATM Booth আছে অন্যান্য ব্যাংকের সাথে।
Dhaka Tribune
ঢাকা ট্রিবিউন ইংরেজি ভাষার পত্রিকা যা দেশব্যাপী প্রকাশিত হয় রাজধানী ঢাকা থেকে। কাজী আনিস আহমেদ, পত্রিকাটির প্রকাশক এবং জাফর সোবহান সম্পাদকের ভূমিকা পালন করছেন। 2এ মিডিয়া লিমিটেড পত্রিকাটির স্বত্বাধিকারী। পত্রিকাটির লক্ষ্য গ্রাহকের জন্য যথাযথ খবর পরিবেশন। কোম্পানিটির বিপণন প্রচারভিজান ‘গ্লাড টু এ বাংলাদেশি’ থেকে ‘আই এম মেইড ইন বাংলাদেশ’ করা হয়েছে যা সর্বস্তরের তরুণ প্রজন্মের কাছে সমাদৃত হয় যারা ক্যাপেইনটির বিভন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে তুলে ধরেছে বাংলাদেশের শাশ্বত উপাখ্যান।ঢাকা ট্রিবিউন প্রথম প্রকাশিত হয় ১৯ এপ্রিল,২০১৩ সালে। খবরের কাগজটি বোর্ডশিট হিসেবে চালু হলেও তা অখণ্ডতা পায় ১লা মার্চ,২০১৫তে।
Top 5 companies hiring in July 2017 |
Sajeeb Corporation
সজীব গ্রপ অফ কোম্পানি বাংলাদেশের অন্যতম একটি সুপ্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান তাদের যাত্রা শুরু করে ১৯৮২ সালে। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড বিভিন্ন শিল্প খাতে প্রসার ঘটিয়ে দেশের আর্থ- সামাজিক উন্নয়নে অবদান রাখছে। দক্ষ এবং উদ্ভাবনী প্রফেশনাল টিম প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রন প্রক্রিয়ার সাথে সংযুক্ত। সজীব কর্পোরেশন তাদের পণ্যের আন্তর্জাতিক মান নিয়ন্ত্রনের জন্য প্রতিটি উৎপাদন প্রক্রিয়াকে সর্বচ্চো অগ্রাধিকার দিয়ে থাকে।
কোম্পানিটি নিজেদের উৎপাদিত পণ্য ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন সেজান, ট্যাং, কোলসন, নসিলা, বর্ণভিটা এবং অরিও এর বিভিন্ন পন্য উৎপাদন এবং বাজারজাতের সাথে সরাসরি সংযুক্ত।
সেজান ইন্টারন্যাশনালের আওতায় প্রতিষ্ঠানটি সেজান পণ্য বাংলাদেশে বাজারজাত করছে। খাদ্য এবং পানীয় ছাড়াও প্রতিষ্ঠানটি কৃষি পণ্য উৎপাদন, নির্মাণশিল্প, বীমা ,তৈরি পোশাক, টেলিযোগাযোগ, ইলেকট্রনিক মিডিয়া ব্যবসা সাথে জড়িত।
প্রতিষ্ঠানটিতে চাকরির সুযোগ নিয়ে আপনিও হতে পারেন তাদের বহুমুখী সম্প্রসারণ পরিকল্পনার অংশ।
প্রতিষ্ঠানটিতে চাকরির সুযোগ নিয়ে আপনিও হতে পারেন তাদের বহুমুখী সম্প্রসারণ পরিকল্পনার অংশ।
City Bank
বাংলাদেশী বেসরকারী ব্যাংক City Bank ১৯৮৩ সালে তাদের যাত্রা শুরু করে। “The City Bank Limited” নাম ঢাকা’র B.B. Avenue শাখার মাধ্যমে। সর্বপ্রথম তারা ৩.৪ কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা শুরু করে যা, বর্তমানে ২৩১১.৭৮ কোটি টাকায় পরিনত হয়েছে। এই ব্যাংকের বর্তমানে ১২০টি শাখা, ৯১টি Online শাখা, নিজস্ব ৩০৯টি ATM Booth এবং ১১৫০টি যৌথ ATM Booth আছে অন্যান্য ব্যাংকের সাথে।
Daraz
Daraz বিশ্বের অন্যতম বড় e-commerce বাংলাদেশে daraz.com.bd নামে পরিচালিত Rocket Internet এর একটি সহযোগী প্রতিষ্ঠান। ইন্টারনেট এ কেনা কাটার জন্য বাংলাদেশে Daraz অন্যতম বড় একটি Online Platform যেখানে আপনি Electronics Item, Fashion, Home Appliance সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা কাটা করতে পারবেন। ২০১২ সালে তারা সর্বপ্রথম Pakistan- এ যাত্রা শুরু করে, তারই ধারাবাহিকতায় ১ বছরের মধ্যেই তারা Myanmar এবং Bangladesh এ পরিচালনা শুরু করে। কয়েক বছরের মধ্যেই তারা Online এ কেনা বেচার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় e-commerce এ পরিণত হয়।
Daraz বিশ্বের অন্যতম বড় e-commerce বাংলাদেশে daraz.com.bd নামে পরিচালিত Rocket Internet এর একটি সহযোগী প্রতিষ্ঠান। ইন্টারনেট এ কেনা কাটার জন্য বাংলাদেশে Daraz অন্যতম বড় একটি Online Platform যেখানে আপনি Electronics Item, Fashion, Home Appliance সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা কাটা করতে পারবেন। ২০১২ সালে তারা সর্বপ্রথম Pakistan- এ যাত্রা শুরু করে, তারই ধারাবাহিকতায় ১ বছরের মধ্যেই তারা Myanmar এবং Bangladesh এ পরিচালনা শুরু করে। কয়েক বছরের মধ্যেই তারা Online এ কেনা বেচার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় e-commerce এ পরিণত হয়।
Dhaka Tribune
ঢাকা ট্রিবিউন ইংরেজি ভাষার পত্রিকা যা দেশব্যাপী প্রকাশিত হয় রাজধানী ঢাকা থেকে। কাজী আনিস আহমেদ, পত্রিকাটির প্রকাশক এবং জাফর সোবহান সম্পাদকের ভূমিকা পালন করছেন। 2এ মিডিয়া লিমিটেড পত্রিকাটির স্বত্বাধিকারী। পত্রিকাটির লক্ষ্য গ্রাহকের জন্য যথাযথ খবর পরিবেশন। কোম্পানিটির বিপণন প্রচারভিজান ‘গ্লাড টু এ বাংলাদেশি’ থেকে ‘আই এম মেইড ইন বাংলাদেশ’ করা হয়েছে যা সর্বস্তরের তরুণ প্রজন্মের কাছে সমাদৃত হয় যারা ক্যাপেইনটির বিভন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে তুলে ধরেছে বাংলাদেশের শাশ্বত উপাখ্যান।ঢাকা ট্রিবিউন প্রথম প্রকাশিত হয় ১৯ এপ্রিল,২০১৩ সালে। খবরের কাগজটি বোর্ডশিট হিসেবে চালু হলেও তা অখণ্ডতা পায় ১লা মার্চ,২০১৫তে।
Maccom
ম্যাককম (MMX Advertising Communication), বাংলাদেশে ডেনটসু এর শাখা যারা গুণমান এবং দক্ষতার মাধ্যমে দেশে সর্বোচ্চ মানের বিভিন্ন বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারী ভিন্ন একটি প্রতিষ্ঠান হয়ে উঠতে বদ্ধ পরিকর।
ম্যাককম, ২০০৫ সাল থেকে ১২ বছর সফলতার সাথে দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে যারা ইতমধ্যেই শতাধিক ক্লয়েন্ট এবং ৫০ এরও বেশি আন্তর্জাতিক সংস্থা যেমন প্যানাসনিক, ট্যুরিজম মালয়শিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিবিএল মাঞ্চ, তোশিবা, সানোফি, এনইসি,হায়াত কিমায়া এবং লাফগস গ্যাস এর সাথে কাজ করেছে। অভিজ্ঞতার আলোকে এক দশকেরও বেশি সময় ধরে চলা ম্যাকমম ভালো ক্যারিয়ার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ । ম্যাকমমে নিয়োগপ্রাপ্তির সুযোগ এখনই
ম্যাককম (MMX Advertising Communication), বাংলাদেশে ডেনটসু এর শাখা যারা গুণমান এবং দক্ষতার মাধ্যমে দেশে সর্বোচ্চ মানের বিভিন্ন বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারী ভিন্ন একটি প্রতিষ্ঠান হয়ে উঠতে বদ্ধ পরিকর।
ম্যাককম, ২০০৫ সাল থেকে ১২ বছর সফলতার সাথে দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে যারা ইতমধ্যেই শতাধিক ক্লয়েন্ট এবং ৫০ এরও বেশি আন্তর্জাতিক সংস্থা যেমন প্যানাসনিক, ট্যুরিজম মালয়শিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিবিএল মাঞ্চ, তোশিবা, সানোফি, এনইসি,হায়াত কিমায়া এবং লাফগস গ্যাস এর সাথে কাজ করেছে। অভিজ্ঞতার আলোকে এক দশকেরও বেশি সময় ধরে চলা ম্যাকমম ভালো ক্যারিয়ার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ । ম্যাকমমে নিয়োগপ্রাপ্তির সুযোগ এখনই
প্রতিষ্ঠানগুলোর চাকরির সুযোগ খুঁজতে ভিজিট করুন https://www.everjobs.com.bd/ ।এখনই সাইন আপ করুন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে খুঁজে নিন আপনার স্বপ্নের পেশা।