ইন্টারভিউ এ ২০ ধরনের চাকরি প্রার্থী

আপনি কি  একটি কোম্পানীর এইচ আর ম্যানেজারের মত একটি  সম্মানজনক স্থানে অবস্থান করছেন? আপনি কি প্রায়ই নতুন প্রার্থী নিয়োগের মত কঠিন চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করে থাকেন? তাহলে এই আর্টিকেল টি আপনার জন্য। আপনি এই কাজটি অপছন্দ করলেও দিন শেষে  কিন্তু আপনাকে এই কাজের দায়িত্বটি পালন করতেই হবে। আপনি যখন বেচারা চাকরী প্রার্থীদের বিভিন্ন বিভ্রান্তমূলক প্রশ্ন করেন তাদের কর্মদক্ষতা যাচেই এর লক্ষে সে সময়ে  কখনও কি লক্ষ করেছেন, আপনার সামনে যারা বসেন তাদের প্রত্যকেই আলাদা ধরনের মানুষ, আর নিশ্চই আপনি চিন্তা করছেন কোন প্রার্থী কে নির্বাচন করবেন?
নিচের তালিকা থেকে আপনার এই বিভ্রান্তি দূর করতে পারেন, বিভিন্ন বৈশিষ্টের প্রার্থীদের তালিকা থেকে। নির্বাচন করতে পারেন আপনার পছন্দের প্রার্থীকে।


ইন্টারভিউ অসৎ প্রার্থীদের নাকচ করে দিনঃ

১. দি ব্লেবারমাউথ: এই ধরনের প্রার্থীগন অত্যাধিক পরিমান কথা বলবে অথবা যতক্ষন না আপনি তাকে কিছু জিজ্ঞেস করছেন ততক্ষন পর্জন্ত তিনি কিছু বলবেন  না।
২. দি ইয়েস ম্যানঃ এই ধরনের প্রার্থীদের আপনি যাই করতে বলুন না কেন, তারা তাতেই হ্যাঁ বলবেন। যেমন আপনি যদি তাদের গাড়ী পরষ্কার করতে বলেন অথবা ফুট ম্যাসাজ করতে বলেন  তারা এক্ষেত্রে অবশ্যই হ্যাঁ বলবেন।
৩. দি স্পিনেক্সঃ  এই ধরনের ব্যক্তিগন কিছুটা  রহস্যময় হয়ে থাকেন। এরা খুব কম কথা বলেন, সুতরাং আপনাকে কিছুটা অস্বস্তিকর অবস্থায় পরতে হবে যখন এমন কেউ ইন্টারভিউ দিতে আসবে। এক্ষত্রে অবশ্যি তাদের সিভি পূর্ব অভিজ্ঞতা  ভাল্ভাবে দেখে নিন।
৪. বল পাসারঃ এই ধরনের প্রার্থীগন দায়িত্ব গ্রহন করতে চান না।  এরা সচরাচর নিজেদের দোষ কখনো স্বীকার করেন না, অন্য জনের উপর তা চাপিয়ে দেন, অতীত সম্পর্কে তাদের প্রশ্ন করলে আপনি এমন উত্তর পাবেন তাদের থেকে।
৫. দি টুরিস্টঃ এই ধরনের ব্যাক্তি কি কাজের ব্যাপারে আগ্রহী ? না বরং এরা গোছানো অফিস, অফিসের আসবাবপত্র, পেইন্টিং ইত্যাদির উপর বেশি আগ্রহী। এরা শুধুই অফিসে বেড়াতে আসে বলে মনে হয়, কাজের জন্য নয়। 
৬. দি ক্রিপ এই ধরনের প্রার্থীদের গুরুতর কিছু দিক আছে যা থেকে সাবধান থাকাই ভাল। এরা আপনার সাথে এত ভাল্ভাবে মিশবে, হাসি ঠাট্টা করবে যে আপনি বুঝতেই পারবেন না আপনার সকল তথ্য নিয়ে কি ধরনের বিপদে আপনাকে ফেলতে পারে।
৭. দি নারভাস রেকঃ ইন্টারভিউ শুরু হবার আগেই এরা প্রচুর ঘামতে থাকবে। যে কোন প্রশ্নের উত্তর দেয়ার সময়ে মনে হবে খুব কঠিন প্রশ্ন করা হয়েছে। চিন্তা করবেন না, আপনি কোন কঠিন প্রশ্ন করেন নি, সে কিছুটা ভীতু প্রকৃতির।
৮. দি অভার সেলারঃ এই ধরনের প্রার্থী খুব উতফুল্ল থাকে এবং সে আপনাকে তার ব্যাপারে সকল তথ্য দিয়ে খুশি করতে চাইবে, তার যে ধরনের যোগ্যতা থাকুক না কেন সে আপনাকে তার ব্যপারে ইতিবাচক করতে সর্বত্তম চেষ্টা করবে।
৯. দি জম্বিঃ খেয়াল করে দেখেছেন কখনো ? কখনো কি কিছু চোখে পড়েছে আপনার? না? আর এটাই হল কারণ আপনি খেয়াল করেন নি এই ধরনের প্রার্থীদের, কারন তারা ভেতর থেকে মৃত। তাদের জন্য আসলে আপনার করার কিছুই নেই।
১০. দি এলিয়েনঃ মাঝে মাঝে আপনি এই ধরনের প্রার্থীর দেখা পাবেন, যিনি কিছুটা উদ্ভট আচরন করে থাকেন একি সাথে তার আচরনে আপনার কাছে মনে হবে, সে এই পৃথিবীর কেউ নন।

ইন্টারভিউ দৃষ্টি আকর্ষণ করার মত প্রার্থীঃ

১১. দি পিপল পারসনঃ আপনার নিশ্চই এমন একজন প্রার্থী প্রয়োজন যিনি  আন্তঃ যোগাযোগ দক্ষতায় পারদর্শী। এই ধরনের ব্যাক্তি দক্ষতার সাথে একটি টিম কাজ কাজ করতে পারে।
১২. সেলফ কনফিডেন্টঃ এই ধরনের প্রার্থীগন নতুন চ্যালেঞ্জ গ্রহনে ভয় পান না, সেই সাথে তারা শো অফ করতে আসে না এবং দাম্ভিকতা দেখান না ।এদের নিজেদের আস্থাই  নতুন চাকরী পেতে সাহায্য করে।
১৩. দি স্পিক এবং স্প্যানঃ এই ধরনের প্রার্থীগন কিছুটা  সুসংগঠিত এবং বিস্তারিত উপস্থাপনের প্রবনততা থাকে। এরা খুব সুন্দর মার্জিত হয়ে , পা থেকে মাথার চুল পর্যন্ত পরিপাটি হয়ে ইন্টারভিউ আসবে। এই ধরনের আদর্শ প্রার্থীকে চাকরী তে নিয়োগ আপনার প্রতিষ্ঠানের জন্য সুখকর হবে।
১৪. দি এনালাইটিকেলঃ এই ধরনের প্রার্থীগন সব ধরনের প্রশ্নের উত্তর খুব সতর্কতার সাথে দিয়ে থাকেন। আপনাকে একজন রকেট সাইন্টিস্ট হতে হবে তাকে ইন্টারভিউ নেয়ার জন্য।
১৫. দি ফ্রি থিংকারঃ এরা স্মার্ট এবং দক্ষ প্রার্থী হয়ে থাকে। এরা আপনার প্রশ্নের সৃজনশীল উত্তর দিইয়ে থাকে। এরা কর্মক্ষেত্রে নতুনত্ব যোগ করে থাকে।
১৬. দি রুল ফলোয়ারঃ এরা মূলত পেশা কে খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকে। কোম্পানীর নিয়ম কানুন সম্পর্কে এরা সতর্ক থাকে, এছারা এরা কোম্পানীর প্রতি সৎ হয়ে থাকে।
১৭. দি ইয়ং এন্ড এডুকেটেডঃ এরা মূলত সাম্প্রতিক গ্রাজুয়েশন করেছেন বা দ্বিতীয় চাকরী খুঁজছেন, এরা সাধারণত সক্রিয় ভূমিকা পালন করে এবং প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য সাফল্য বয়ে নিয়ে আসে।
১৮. দি ক্রিয়েটিভ অন্ট্রাপ্রনারঃ এই ধরনের প্রার্থীগন সর্বাধিক  প্রতিভাবান হয়ে থাকে এরা মূলত সৃজনশীল উদ্যোক্তা বুদ্ধিদীপ্ত আইডিয়া সমূহ পূর্ব ট্র্যাক রেকর্ড আপনাকে তার প্রতি প্রভাবিত করে তুলবে।
১৯. দি অভার এচিভারঃ এর সঠিক সময়ে সকল কাজ সম্পন্ন করতে পারেন এবং এতটাই সুন্দর ভাবে তারা কাজটি সম্পন্ন করবে যে মাঝে মাঝে আপনি তার প্রতি ইর্ষন্বিত বোধ করবেন। এরা অত্যাধিক দক্ষতার অধিকারী হয়ে থাকে।
২০. দি টেইলর ফিট ক্যানডিডেটঃ ইন্টারভিউ আপনি যে ধরনের প্রার্থী আশা করেন এরা ঠিক সেরকম।  আপনি তাদের কাছ থেকে যা আশা করবেন তারা আপনাকে ঠিক তেমনিটি করবেন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট