আগুন
লাগলে
কি
করবেন
বাংলাদেশের পেক্ষাপটে আগুন লাগার ঘটনায় অবাক হওয়ার কিছু থাকে না। যে কোন সময় যেকোন জায়গায় আগুন লাগতে পারে। আর আগুন লাগলেই যে তা সাথে সাথে নিয়ন্ত্রনে আনা যাবে সেটাও ভাবা যাবে না। কারন বাংলাদেশে হাতে গনা কিছু প্রতিষ্ঠান ছাড়া কেউই আগুন নিভানোর প্রাথমিক সর্ঞ্জাম রাখে না। আর বাসা বাড়ির কথা তো বাদ ই দিলাম। তাই আগুন লাগলে আমাদের কিছু করার থাকে না। আর আগুন থেকে কি ভাবে বাছতে হবে তাও আমাদের ভালো করে জানা নাই। তাই অগ্নি দুর্ঘটনায় পড়লে অগ্নিদগ্ধ হওয়ার সম্ববনা বেশি। আর জদি আমাদের জানা থাকে আগুন লাগার আগে ও পরে কি করতে হবে তাহলে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্বব। চলুন তা হলে জেনে নেই কখন কি করতে হবে।
বাংলাদেশের পেক্ষাপটে আগুন লাগার ঘটনায় অবাক হওয়ার কিছু থাকে না। যে কোন সময় যেকোন জায়গায় আগুন লাগতে পারে। আর আগুন লাগলেই যে তা সাথে সাথে নিয়ন্ত্রনে আনা যাবে সেটাও ভাবা যাবে না। কারন বাংলাদেশে হাতে গনা কিছু প্রতিষ্ঠান ছাড়া কেউই আগুন নিভানোর প্রাথমিক সর্ঞ্জাম রাখে না। আর বাসা বাড়ির কথা তো বাদ ই দিলাম। তাই আগুন লাগলে আমাদের কিছু করার থাকে না। আর আগুন থেকে কি ভাবে বাছতে হবে তাও আমাদের ভালো করে জানা নাই। তাই অগ্নি দুর্ঘটনায় পড়লে অগ্নিদগ্ধ হওয়ার সম্ববনা বেশি। আর জদি আমাদের জানা থাকে আগুন লাগার আগে ও পরে কি করতে হবে তাহলে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্বব। চলুন তা হলে জেনে নেই কখন কি করতে হবে।
আগুন লাগার আগে
প্রথমে
আপনি
যেখানেই কাজ
করুনা
কেন
ঐ বিল্ডিংয়ের ইমার্জেন্সি সিড়ি
বা
পথ
দেখে
নিবেন।
সম্বব
হলে
আপনার
বাসায়
আগুন
নিভানোর সিলিন্ডার রাখতে
পারেন।
আগুন লাগার পর
আগুন
প্রথমে
যেটা
করতে
হবে
তা
হল
মাথা
ঠান্ডা
রাখতে
হবে।
আগুন
লাগার
পর
হুড়াহুড়ি করে
বের
হতে
গিয়ে
অনেকে
মানুষের পায়ের
নিছে
পড়ে
যায়।
আর
আপনি
যদি
ঐ
অবস্থায় পড়েন
তা
হলে
মানুষের জামা-কাপড় ধরে উঠার
চেষ্টা
করুন। তা না পারলে আসে পাসে কোন টেবিল বা এ
জাতিও কিচুর নিছে চলে যান। এর একটা কথা মাথায় রাখবেন। আপনার মাথাটাকে একটু বাঁচিয়ে
চলবেন।
আপনি আগুনের
ভিতর আটকা পরে যান তা হলে প্রচন্ড ধোঁয়ার কারনে আপনার দম বন্দ হয়ে যেতে পারে। সে
জন্য আপনাকে দেখতে হবে আপনার শরিলে শুতি কাপড় কি আসে। সুতি কাপর পেলে সেটা পানি
দিয়ে বিজিয়ে আপনার নাকে চেপে ধরুন এটা ফিল্টার হিসেবে কাজ করবে।
উপকারী পোস্ট অনেকের উপকারে আসবে । -ধন্যবাদ
Replyআপনাকে ও ধন্যবাদ। আসা করি আমাদের পাসে থাকবেন।
Reply