সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ৭.৫% ভ্যাট আরোপ করেছে এটি আমাদের সবারই জানা। আর এর বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক খোব বিরাজ করছে।
এরই ধারাবাহিকতায় সারা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছে মানব বন্ধন এবং মৌন সমাবেশ। আর এই কর্মসূচির স্লোগান হল "নো ভ্যাট অন এডুকেশন"।
"আশা ইউনিভার্সিটি বাংলাদেশ" বাংলাদেশের একটি অন্যতম প্রাইভেট ভার্সিটি। আর সব বেসরকারি বিশ্ববিদ্যালেয়র আশা ভার্সিটির শিক্ষার্থীরাও আয়োজন করেছে এক মানব বন্ধন ও মৌন সমাবেশ এর। আজ দুপুর ১২.০০ টায় আশা ভার্সিটির সামনের রাস্তায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পূর্বে ঘোশনা করা এই কর্মসূচিতে সকাল থেকেই সকাল থেকেই শিক্ষার্থীরা স্লোগান লেখা ব্যানার নিয়ে জড়ো হতে থাকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
শান্তিপূর্ন মানববন্ধন চলাকালিন সময়ে রাস্তায় রাস্তায় কিছুটা জ্যাম লেগেযায়। সে কারনে পুলিশ এসে মানববন্ধন বন্ধ করার জন্য চাপ সাইট থাকে। পরে সিনিয়র শিক্ষার্থীর পুলিশের সাথে আলোচনা করে আরো কিছুক্ষন থাকার অনুমতি নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা কোন সাবান, শ্যাম্পু, সিগারেট বা আলু-পটোল নয় যে, তাতে ভ্যাট বসাতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা খাতে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না যাতে সাধারণ শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়ে।
মানব বন্ধন শষে বিশ্ববিদ্যালেয়র সিনিয়র শিক্ষার্থীরা সকল শিক্ষার্থীদের উদ্যেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তার সেখানে একটা বিষয়ের উপর জোর দিয়ে বলেন, তারা বেশিরভাগ ই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার কোন সোনার চামচ মূখেদিয়ে জন্মায়নি। এ সময় সবাই মাননিয় অর্থমন্ত্রির কাছে আবেদন করে বলেন অবিলম্বে বেসরকারি
বিশ্ববিদ্যালেয়র উপর আরোপিত ৭.৫% ভ্যাট করুন। শিক্ষাকে বাজেট গাটতি পূরনের কোন ম্যেশিন বানাবেন না।
এই কর্মসূচির সমন্বয়কদের প্রতিনিদি হিসেবে উপস্থিত ছিলেন আরেফিন মাহমুদুল হাসান। তিনি মানববন্ধন শেষে এক বক্ত্যবে ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালেয়র ২.৫% ভ্যাট আরোপের প্রসঙ্গ টেনে বলেন এই শিক্ষ্যার্থীদের আন্দোলনের মূখেই এটি পত্যাহার করা হয়েছিলো। আর এখন ২০১৫ সালের ৭.৫% ভ্যাট পত্যাহারের জন্য তারা আরো কঠর আন্দোলোনে যেতে ও প্রস্তুত।
"নো ভ্যাট অন এডুকেশনের" কর্মসূচির প্রধান সমন্বয়ক ফারহান হাবীব।
আগামী ৯ জুলাই ধানমন্ডি ৭/এ সড়কে সকাল ১১ টা থেকে প্রতিবাদী কার্টুন প্রদর্শনী, সড়ক আল্পনা ও পথ নাটকের আয়োজন করেছে সমন্বয় কমিটি।
গত ৫ জুলাই প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে ৩১ জুলাই পর্যন্ত ভ্যাট প্রত্যাহারের আলটিমেটাম ঘোষনা দেয় "নো ভ্যাট অন এডুকেশন"।
এরই ধারাবাহিকতায় সারা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছে মানব বন্ধন এবং মৌন সমাবেশ। আর এই কর্মসূচির স্লোগান হল "নো ভ্যাট অন এডুকেশন"।
"আশা ইউনিভার্সিটি বাংলাদেশ" বাংলাদেশের একটি অন্যতম প্রাইভেট ভার্সিটি। আর সব বেসরকারি বিশ্ববিদ্যালেয়র আশা ভার্সিটির শিক্ষার্থীরাও আয়োজন করেছে এক মানব বন্ধন ও মৌন সমাবেশ এর। আজ দুপুর ১২.০০ টায় আশা ভার্সিটির সামনের রাস্তায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পূর্বে ঘোশনা করা এই কর্মসূচিতে সকাল থেকেই সকাল থেকেই শিক্ষার্থীরা স্লোগান লেখা ব্যানার নিয়ে জড়ো হতে থাকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
No Vat On Education |
শান্তিপূর্ন মানববন্ধন চলাকালিন সময়ে রাস্তায় রাস্তায় কিছুটা জ্যাম লেগেযায়। সে কারনে পুলিশ এসে মানববন্ধন বন্ধ করার জন্য চাপ সাইট থাকে। পরে সিনিয়র শিক্ষার্থীর পুলিশের সাথে আলোচনা করে আরো কিছুক্ষন থাকার অনুমতি নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা কোন সাবান, শ্যাম্পু, সিগারেট বা আলু-পটোল নয় যে, তাতে ভ্যাট বসাতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা খাতে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না যাতে সাধারণ শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়ে।
মানববন্ধনে অংশ নেয়া কিছু শিক্ষার্থী |
No Vat on Education |
এই কর্মসূচির সমন্বয়কদের প্রতিনিদি হিসেবে উপস্থিত ছিলেন আরেফিন মাহমুদুল হাসান। তিনি মানববন্ধন শেষে এক বক্ত্যবে ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালেয়র ২.৫% ভ্যাট আরোপের প্রসঙ্গ টেনে বলেন এই শিক্ষ্যার্থীদের আন্দোলনের মূখেই এটি পত্যাহার করা হয়েছিলো। আর এখন ২০১৫ সালের ৭.৫% ভ্যাট পত্যাহারের জন্য তারা আরো কঠর আন্দোলোনে যেতে ও প্রস্তুত।
"নো ভ্যাট অন এডুকেশনের" কর্মসূচির প্রধান সমন্বয়ক ফারহান হাবীব।
আগামী ৯ জুলাই ধানমন্ডি ৭/এ সড়কে সকাল ১১ টা থেকে প্রতিবাদী কার্টুন প্রদর্শনী, সড়ক আল্পনা ও পথ নাটকের আয়োজন করেছে সমন্বয় কমিটি।
গত ৫ জুলাই প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে ৩১ জুলাই পর্যন্ত ভ্যাট প্রত্যাহারের আলটিমেটাম ঘোষনা দেয় "নো ভ্যাট অন এডুকেশন"।