যারা Domain কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্টটি অবশ্যই দেখা উচিত

Domain যে কোন ব্লগ বা ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ন। কারন যেই সাইটের নিজস্ব ডোমেইন থাকে সেই সাইটের একটা আলাদা কদর থাকে ভিজিটরদের কাছে। তাই Domain কেনার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। অনেকেই কোন একজায়গায় শুনেছেন যে ডোমেইন থাকেলে ভিজিটরদের ভালো আকর্ষণ থাকবে সুতরাং একটা ডোমেইন কিনলেই  হবে। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে হুটহাট করে ডোমেইন কেনার প্রবনতা বেশি। কিন্তু যেখান-সেখান থেকে কিনলেই হল না। এখানে অনেক কিছু দেখার আছে। c-panel পাবেন কিনা বা ফুল কন্ট্রোল দিবে কিনা আরোও অনেক কিছু। আপনাদের একটা ঘটনা বলি আমার সাথে ঘটা……


কিছুদিন আগে আমার ডোমেইন এর মেয়াদ শেষ হয়ে যায়। আমার আগের ডোমেইন এর বানান ভুল থাকার কারনে আমি ঐ domain টা পরির্তন করে বর্তমান ডোমেইন কিনি। ডোমেই কেনার পর ই বাধল এক বিপত্তি। DNS সেটিং করার পর ও google সাইট ভেরিফিকেশনে করতে পারছে না। আমি কোন ভাবেই কোন কিছু করতে পারলাম না। শেষে যাদের কাছ থেকে ডোমেইন কিনেছি তাদেরকে  আমার access দিলাম তারাও ব্যর্থ। শেষে তারা বললেন  গুগল এর প্রব্লেম তারা ভেরিফাই করতে পারেনা। তার পর সাহায্যের জন্য হাত বাড়ালাম এসোবন্ধু ব্লগের এডমিন এর কাছে। উনিও অনেক চেস্টা করলেন। কিন্তু কিছুতেই কিছু হল না। এরই মাজে আমি একটু ব্যস্ত হয়ে যাই। আর এতে দুই মাস অতিবাহিত হয়ে যায়।
আবার যোগাযোগ করলাম এসোবন্ধু ব্লগের এডমিন এর সাথে। বললাম আমার ডোমেইটা ট্রান্সফার করবো কোন সাইটে নেয়া যেতে পারে? উনি যোগাযোগ করিয়ে দিলেন linuxhostlab এর এডমিন এর সাথে। ব্যাস সব জামেলা মুক্ত। এক ঘন্টার ভিতর সব জামেলা শেষ।


এর আগে আমি ট্রান্সফারের জন্য অন্য একটি সাইটে সাথে যোগাযোগ করি
 ট্রান্সফার এর জন্য ১০০০ টাকা চার্জ করার কথা বলেছিলো।  কিন্ত linuxhostlab এ আমি সেটা ৮৫০ টাকায় করি।


যদি কেউ ডোমেই ক্রয় করতে চান তাহলে আমি তাকে সাজেস্ট করবো লিনাক্স হোস্ট ল্যাব  থেকে নিতে।
কারন আপনি এখানে যেমন ফুল কন্ট্রোল প্যানেল পাবেন তেমনি পাবেন 24/7 সার্ভিস শুবিধাদা  ।  আর দামেও কম পাবেন অন্য সাইট থেকে। আর যেটা সব সাইট থেকে এই সাইটকে আলাদা ভাবে হাই লাইট. করে তা হল এখানে আপনি যথেষ্ট পরিমান আর্টিকেল পাবেন কি ভাবে তাদের সাইট ব্যবহার করবেন। পাবেন ভিডিও টিউটোরিয়াল তাও  আবার বাংলায়।
আপনি চাইলে এই সাইট থেকে হোস্টিং ও কিনতে পারেন।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট