আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের অনেক গুলো বড় অনুষ্ঠানের একটি হল পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল। আর গতকাল ২০ জুন সফল ভাবে সম্পন্ন হল এই ইফতার মাহফিল। যদিও ইউনিভার্সিটি মিড-ট্রাম পরিক্ষা চলে, তার পরেও ছাত্র-ছাত্রী'রা অংশগ্রহণ করে এই ইফতার মাহফিলে।
এই ইফতার মাহফিল উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভি. সি জনাব ডালেম চন্দ্র বর্মন, সম্মানিত রেজিস্টার , বি বি এ ডিপাটমেন্টে সদ্য যোগ দেয়া ডিন জনাব ইকবাল আহম্মেদ ও শিক্ষকবৃন্দ। সবার সাথে এ দিন যোগ দেয় বিজনেস ক্লাবের প্রাক্তন সদস্য ও ক্লাবের প্রেসিডেন্টরা।
এর আগে সদ্য যোগ দেয়া ডিন'কে ফুলের তোড়া দেয়ে সুভেচ্ছা জানানো হয় বিজনেস ক্লাবের পক্ষ থেকে।
খুব কম সময়ের মধ্যে এই আয়োজন সফল করার জন্য নিরলস কাজ গেছেন রাজ, সোহেল, হাসিব, রাব্বি, হুমায়ূন, শিশির, বাসু, রুপালি, ইসরাত, রাত্রি। এদের সার্বিক সহযোগিতা করে ক্লাবের জুনিয়র মেম্বাররা।
অনুষ্ঠান শেষে বিজনেস ক্লাবকে সার্বিকভাবে সহযোগিতা করায় সিনিয়র গোলাম সামদানী রনি বলেন " এই আয়োজনের মধ্যমে সবার সাথে সবার সৌহার্দপূর্ণ সম্পক গড়ে উঠে। আরেক সফল আয়োজন সফল করায় সবাই কে মোবারকবাদ। নতুন ডীন স্যারকে নিয়ে বিজিনেস ক্লাব অনেক কমসূচি হতে নিবে,যা কিনা ছাএ ছাএীদের মেধা বিকাশে সহযোগীতা করবে।"
বিজনেস ক্লাবের আরেক সিনিয়র রাশেদুল ইসলাম রাজ বলেন " আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাব আশাউবি এর সকল ছাত্র-ছাত্রীদের একটি প্রিয় সংগঠন। এই ক্লাবটি গত ৮ বছর ধরে সফলতার সাথে ভিবিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে। এর মধ্যে ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ, ইফতার মাহফিল, বসন্তবরণ এবং বিজনেস ফেয়ার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও ইফতার মাহফিল ২০১৬ সফল ভাবে আয়োজন করেছি। এই জন্য আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সম্মানিত কো-অর্ডিনেটর, এডভাইজর ও সকল মেম্বারদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালবাসা।
এই ইফতার মাহফিল উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভি. সি জনাব ডালেম চন্দ্র বর্মন, সম্মানিত রেজিস্টার , বি বি এ ডিপাটমেন্টে সদ্য যোগ দেয়া ডিন জনাব ইকবাল আহম্মেদ ও শিক্ষকবৃন্দ। সবার সাথে এ দিন যোগ দেয় বিজনেস ক্লাবের প্রাক্তন সদস্য ও ক্লাবের প্রেসিডেন্টরা।
এর আগে সদ্য যোগ দেয়া ডিন'কে ফুলের তোড়া দেয়ে সুভেচ্ছা জানানো হয় বিজনেস ক্লাবের পক্ষ থেকে।
খুব কম সময়ের মধ্যে এই আয়োজন সফল করার জন্য নিরলস কাজ গেছেন রাজ, সোহেল, হাসিব, রাব্বি, হুমায়ূন, শিশির, বাসু, রুপালি, ইসরাত, রাত্রি। এদের সার্বিক সহযোগিতা করে ক্লাবের জুনিয়র মেম্বাররা।
অনুষ্ঠান শেষে বিজনেস ক্লাবকে সার্বিকভাবে সহযোগিতা করায় সিনিয়র গোলাম সামদানী রনি বলেন " এই আয়োজনের মধ্যমে সবার সাথে সবার সৌহার্দপূর্ণ সম্পক গড়ে উঠে। আরেক সফল আয়োজন সফল করায় সবাই কে মোবারকবাদ। নতুন ডীন স্যারকে নিয়ে বিজিনেস ক্লাব অনেক কমসূচি হতে নিবে,যা কিনা ছাএ ছাএীদের মেধা বিকাশে সহযোগীতা করবে।"
বিজনেস ক্লাবের আরেক সিনিয়র রাশেদুল ইসলাম রাজ বলেন " আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাব আশাউবি এর সকল ছাত্র-ছাত্রীদের একটি প্রিয় সংগঠন। এই ক্লাবটি গত ৮ বছর ধরে সফলতার সাথে ভিবিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে। এর মধ্যে ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ, ইফতার মাহফিল, বসন্তবরণ এবং বিজনেস ফেয়ার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও ইফতার মাহফিল ২০১৬ সফল ভাবে আয়োজন করেছি। এই জন্য আশা ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সম্মানিত কো-অর্ডিনেটর, এডভাইজর ও সকল মেম্বারদেরকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালবাসা।