বাংলা নতুন বছরের আনন্দের সাথে নতুন কর্মজীবন শুরু করতে চাচ্ছেন? এভারজবস্ বাংলাদেশ এই নববর্ষে বাংলাদেশের সেরা ৫ কোম্পানির চাকরীর নিয়োগ প্রকাশ করেছে।
১। পারটেক্স স্টার গ্রুপ: ১৯৬২ সাল থেকে পথচলা শুরু করেছিল পারটেক্স স্টার গ্রুপ, বাংলাদেশের অন্যতম বিশিষ্ট্য শিল্পপতি জনাব এম এ হাশেম এই কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পারটেক্স স্টার গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শীর্ষস্থানীয় কোম্পানী সমুহের মধ্যে অন্যতম।
উদ্বদ্ধুকরন কার্যক্ষমতা, ব্যবস্থাপনা এবং বোর্ড কমিটির সদস্যদের সরাসরি নেতৃত্ব প্রদান করছে পারটেক্স গ্রুপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব হাশেম। একটি বাজার ভিত্তিক কর্পোরেট ব্যবস্থাপনা ও ব্যবসায়িক ভিত্তির উপর প্রতিষ্ঠানের সফলতা এসেছে। পারটেক্স গ্রুপ জরুরী ভিত্তিতে গাজীপুর ও ঢাকায় নিয়োগ দিচ্ছে। আজই এপ্লাই করুন এবং খুজে নিন আপনার স্বপ্নের পেশা।
২। উর্মি গ্রুপ: উর্মি গ্রুপ একটি বহুমুখী প্রতিষ্ঠান, মুলত বস্ত্র ও শিল্প সংক্রান্ত সেবা প্রদান করা এই প্রতিষ্ঠানের কাজ। ১৯৮৪ সাল থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত গ্রাহকদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে, দক্ষতা ও উৎপাদনশীলতার ক্রমবর্ধমান গতিশীলতা বজায় রেখে মাইল ফলক সৃষ্টি করেছে।
কোম্পানীর মহাপরিচালক উল্লেখ করেন, “আপনি যদি স্বপ্ন দেখতে পারেন, তাহলে তা সত্যি ও করতে পারবেন।”
নতুন প্রার্থী নিয়োগ, তাদের উন্নত মানের ট্রেনিং, এবং কর্পোরেট সামাজিক দায়িত্ব ও যোগাযোগ এর পদ্ধতির মান নিশ্চিতকরনে খুবই সক্রিয় ভুমিকা পালন করে আসছে। উর্মি গ্রুপ এমন একটি নাম, যারা উন্নতমানের কর্মী নিয়োগ এবং তাদের যথাযথ সু্যোগ-সুবিধা প্রদান করে থাকে যা অন্যান্য তৈরি পোশাক শিল্পে কোম্পানির তুলনায় অনেক বেশি।
এছাড়াও তারা, উন্নত উৎপাদনের লক্ষে শ্রমিকদের চিকিৎসা সেবা, আকর্ষণীয় ভাতা ও দেশ- বিদেশে উন্নত ট্রেনিং এর সুবিধা প্রদান করে থাকে। কোম্পানী বিভিন্ন পজিশনে জনবল নিয়োগ দিচ্ছে। বিস্তারিত জানতে এখনই এভারজবস্ ভিজিট করুন এবং এপ্লাই করুন।
৩। গ্রীনল্যান্ড গ্রুপঃ গ্রীনল্যান্ড গ্রুপ ১৯৮৩ সালে ঠিকাদারী ও কৃষি পণ্যের উৎপাদনশীল প্রতিষ্ঠান গ্রিন বেঙ্গল নামের অধীন অপারেশন শুরু করে।
কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জনাব মোহাম্মদ আবদুল হাই বাংলাদেশের প্রথম ব্যবসায়ী যিনি তার কোম্পনী গ্রিন বাংলার পণ্য প্রথম বাংলাদেশি পণ্য হিসেবে সৌদি আরবে আত্ন-প্রকাশ করে।
গ্রীনল্যান্ড গ্রুপ এর লক্ষ্য, কৌশলগতভাবে ব্যবসার নতুন নতুন সু্যোগ উন্মোচন করা, এছাড়াও সাফল্য ও উন্নত সেবা দানের মাধ্যমে উৎপাদনশীল প্রতিষ্ঠান হিসেবে দেশ - বিদেশে বাংলাদেশের নাম তুলে ধরা। এই কোম্পানীর সাথে কাজ করার জন্য আজই এপ্লাই করুন এবং খুজেঁ নিন আপনার স্বপ্নের পেশা।
৪। পালমাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজঃ পালমাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের পোশাক ও শিল্প ক্ষেত্রে একটি অনন্য নাম । ১৯৮৪ সালে প্রতিষ্ঠাতা সভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক, মরহুম মোহাম্মদ ইঞ্জিনিয়ার নুরুল হক সিকদার পালমাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন এবং জনাব নুরুল হকের নেতৃত্বে উন্নতির দিকে ধাবিত হয়েছে।
জনাব নুরুল হক সিকদার সাহেব এর নেতৃত্বে, বাংলাদেশে তৈরি পোশাক শিল্প খাতে পন্যের মান উন্নয়ন এ অন্যতম ভূমিকা পালন করে আসছে। গ্রাহকদের উন্নত সেবাদান, দেশের ইঞ্জিনিয়ারিং খাতের আর্থ-সামাজিক উন্নয়নে অর্থপূর্ণ অবদান রেখে চলছে পালমাল গ্রুপ। গত ২০ বছরে কোম্পানীটি প্রায় ৪০০% আয় বৃদ্ধি করেছে। পোশাক ও শিল্প খাতে নিজের ভবিষ্যত গড়ে তুলতে এখনই আবেদন করুন। ২৫টিরও বেশি পজিশনে কোম্পানীটি নিয়োগ দিচ্ছে। আজই এপ্লাই করুন-
৫. ক্যাসপার ফাউন্ডেশন: ক্যাসপার ফাউন্ডেশন সামাজিক উন্নয়নশীল প্রতিষ্ঠান হিসেবে নতুন ভাবে যাত্রা করেছে যেখানে, যুব উন্নয়ন এর উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। এই ফাউন্ডেশন মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত ও কর্মজীবন উন্নয়নের লক্ষে সামাজিক উদ্যোগ গ্রহন করে আসছে।
ক্যাসপার ফাউন্ডেশন তার তরুণ দল এবং অসংখ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী স্বেচ্ছাসেবক দল সকল প্রকার সামাজিক প্রভাব এবং ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শেখার আগ্রহ ও অবিরাম সম্ভাবনার মুখ দেখতে ক্যাসপার ফাউন্ডেশন যোগ দিন। এই নতুন উন্নয়নশীল প্রতিষ্ঠানে কাজ করার জন্য আজই এপ্লাই করুন এবং আপনার নামও এন্ট্রি করে নিন এই তরুন দলের মধ্যে।
এই কোম্পানীগুলোর সাথে আরো হাজারো চাকরির বিজ্ঞপ্তি দেখতে আজই ভিজিট করুন https://www.everjobs.com.bd/en/jobs/ অথবা যোগাযোগ করুন জহুরুল এইচ খান, হেড অফ মার্কেটিং এন্ড পিআর zahurul.khan@everjobs.com.bd এই ইমেইল এ।