গত শনিবার ক্রিয়েটিভ আইটির প্রধান কার্যালয় ধানমন্ডিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় এভারজবসের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরিস বস এবং ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এভারজবসের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরিস বস এবং ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন |
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফ্লোরিস বস বলেন, ‘এভারজবস বর্তমানে কম্বোডিয়া, মায়ানমার, শ্রীলংকা এবং বাংলাদেশে অপারেশন পরিচালনা করছে। এশিয়ার সবচেয়ে দ্রুত বিকাশমান জব সাইট এভারজবস। এখানে মাত্র কয়েকটি ক্লিকেই কাঙ্ক্ষিত চাকরির সন্ধান পাওয়া যাবে। বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ সম্ভাবনাময়। চাকরিপ্রার্থীদের পরিচ্ছন্ন ওয়েব ইন্টারফেসের মাধ্যমে সঠিক চাকরি খুঁজে পেতে সাহায্য করবে এভারজবস।’
তিনি আরও বলেন, ‘নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও প্রার্থীদের দক্ষতা যাচাই করে নিতে পারবে প্রয়োজন অনুসারে। আমরা এ জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ শুরু করেছি। এরই অংশ হিসেবে বর্তমানে আমরা বাংলাদেশে সাড়ে তিন হাজার কর্পোরেট ক্লাইন্টের সাথে কাজ করছি।’
এ সময় ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৮ হাজার দক্ষ জনশক্তি তৈরি করেছি। দেশে অশিক্ষিতদের চেয়ে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। শিক্ষিতদের জন্য কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া যোগ্যতা থাকার পরেও ফ্রিল্যান্সিং করতে যারা অক্ষম হচ্ছেন তাদের চাকরি নিশ্চিত করার জন্য আমরা এভারজবসের সাথে যৌথভাবে কাজ করবো।’