আইইউবিতে এভারজবস বাংলাদেশ এর ক্যারিয়ার বিষায়ক সেমিনার

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর, ২০১৭- এভারজবস বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে তাদের ক্যারিয়ার ওয়ার্কশপ কনকিউর ইউর ক্যারিয়ার এর আয়োজন করে। এই কর্মশালার মূল লক্ষ ছিল  সদ্য গ্রেজুয়েট শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের আগে প্রয়োজনীয় তথ্য দিক নির্দেশনা প্রদান,সেই সাথে বাংলাদেশের চাকরীর বাজারে সৃজনশীল দৃঢ়তার সাথে নিজেদের প্রতিভা বিকাশের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ সমূহ নিয়ে আলোচনা করা।

এই সেশনে প্রায় ২০০ জন শেষবর্ষের ছাত্রছাত্রী অংশগ্রহন করে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এন্নে হারমান্স, সহ-প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক , লা মুদি বাংলাদেশ ; জুহুরুল এইচ খান , হেড অফ মার্কেটিং, এভারজবস বাংলাদেশ; আলবারটো রাস্কেলা,কান্ট্রি ম্যানেজার এবং ব্যবস্থাপনা পরিচালক, এভারজবস বাংলাদেশ;আব্দুল্লাহ ইকবাল, ডেপুটি ডিরেক্টর, ক্যারিয়ার গাইডেন্স এন্ড প্লেসমেন্ট, আইইউবি; ডাঃ এম শিবলি নোমান, এইচআরএম প্রধান এবং সহযোগী অধ্যাপক,আইইউবি; শারমিন ইসলাম ,সহকারী পরিচালক, ক্যারিয়ার গাইডেন্স এন্ড প্লেসমেন্ট,আইইউবি।


কনকিউর ইউর ক্যারিয়ার এই কর্মশালা একটি নতুন চাকরির বাজার বাংলাদেশি তরুন  পেশাদারের সামনে তুলে ধরে। আলবারটো রাস্কেলা,কান্ট্রি ম্যানেজার এবং ব্যবস্থাপনা পরিচালক, এভারজবস বাংলাদেশ; তার বক্তব্যে বলেন এভারজবস বাংলাদেশ দলগতো ভাবে কাজ করার সংস্কৃতি তৈরি করেছে। আমরা ইতিমধ্যে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা করেছি এতে ছাত্রছাত্রীরা সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে নানা ধরনের পরামর্শ পাচ্ছে
আব্দুল্লাহ ইকবাল তার বক্তবে বলেন অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় সাহায্য এবং ক্যারিয়ার নির্দেশিকা এই কর্মশালার মাধ্যমে পাবে যা তরুণদের আরও আগ্রহী করে তুলবে ভবিষ্যৎ চাকরির বাজার সম্পর্কে জানতে আর এভাবেই একটি শক্তিশালী পেশাদার বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি মনে করি

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন জহুরুল এইচ খান (০১৯৫৯৯২৬০৫০) অথবা zahurul.khan@everjobs.com.bd

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট