Showing posts with label Windows 10. Show all posts
Showing posts with label Windows 10. Show all posts

২৯ জুলাই মুক্তি পাচ্ছে উইন্ডোজ ১০

২৯ জুলাই  মুক্তি পাচ্ছে উইন্ডোজ ১০
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উইন্ডোজ ১০ এর মুক্তির তারিখ ঘোষণা করল মাইক্রোসফট। দীর্ঘ প্রতীক্ষা শেষে কোম্পানিটি আজ এক ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, এবছর ২৯ জুলাই উইন্ডোজ ১০ মুক্তি পাবে।
Windows-10
এর আগে গত ৩০ সেপ্টেম্বর এক বিশেষ প্রেস ইভেন্টে ‘উইন্ডোজ ১০’ উন্মোচন করেছে সফটওয়্যার জায়ান্ট। যদিও বছরখানেক আগে থেকেই বিভিন্ন ফাঁস হওয়া তথ্যে ‘উইন্ডোজ ৯’ নামটি শোনা যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে ‘উইন্ডোজ টেন’ প্রকাশ করল কোম্পানিটি।

উইন্ডোজ ১০ এ উইন্ডোজ ৭ স্টাইলের স্টার্ট মেন্যু ফিরে আসছে। তবে এতে পাশাপাশি লাইভ টাইলসও থাকবে। এসব টাইল আপনি ইচ্ছেমত রিসাইজ করতে পারবেন। ব্রাউজার ছাড়াই সরাসরি উইন্ডোজ স্টার্ট মেন্যু থেকে ওয়েব সার্স করার সুবিধা দেবে উইন্ডোজ ১০।

windows 10 এ থাকছে Start মেনু


নতুন এই অপারেটিং সিস্টেম সচরাচর ব্যবহৃত উইন্ডোজ সফটওয়্যার ও আধুনিক (মেট্রো স্টাইল/ইউনিভার্সাল) উইন্ডোজ অ্যাপ পাশাপাশি চালাতে পারবে। উইন্ডোজ ১০ এর টাচ মুডে উইন্ডোজ ৮ স্টাইলের টাইলস ভিত্তিক স্টার্ট মেন্যু পাওয়া যাবে। এতে আরও থাকবে নোটিফিকেশন সেন্টার, করটানা ইন্টিগ্রেশন, ভার্চুয়াল ডেস্কটপ প্রভৃতি।

সুতরাং ২৯ জুলাই, ২০১৫ তারিখ থেকে আপনি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এর চূড়ান্ত সংস্করণ উপভোগ করতে পারবেন। আপনার যদি একটি জেনুইন উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১ কম্পিউটার/ট্যাবলেট থাকে, তাহলে ২৯ জুলাই ২০১৬ এর মধ্যে আপগ্রেড রিজার্ভ করে রেখে আপনি ফ্রি উইন্ডোজ ১০ পেতে পারেন। হ্যাঁ, ২৯ জুলাই ২০১৫ থেকে শুরু করে আগামী ১ বছর অর্থাৎ ২৯ জুলাই ২০১৬ পর্যন্ত এই ফ্রি আপগ্রেড পেতে পারেন। উইন্ডোজ ১০ আপগ্রেড ডাউনলোড সাইজ হবে ৩ জিবি।
সূত্র-ইন্টারনেট