কবে ফিরবেন আশরাফুল???

মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নখ্যত্র। তাকে চিনেন না এমন মানুষ খুব কমই আসে। ছেলে থেকে বুড়া সবাই আশরাফুলকে চিনেন।   ফেসবুকে তার ভক্তদের লেখা লেখির অভাব পড়ে না।

 সম্প্রতি সাকিব -  আল হাসানের এক স্ট্যাটাস এর কমেন্টে Hêãrt ßréâkêrএকজন আশরাফুলকে নিয়ে বিশাল এক কমেন্টে করেন। সেই কমেন্টের বিপরীতে লাইক পরে ৬০০+ রিপ্লাই পড়ে ৪০+. আর সেই কমেন্ট ও রিপ্লে এর কিছু চুম্বক অংশ আপনাদের জন্য তুলে দেয়া হল

Hêãrt ßréâkêr মোহাম্মদ আশরাফুল" তিনিই ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম স্টার, তিনিই প্রথম বিশ্বের দরবারে চিনিয়েছেন বাংলাদেশ কে, এই ছেলেটা কি দেয়নাই এই দেশকে, এই একটা ছেলের জন্য সারা বাংলাদেশ এক হয়ে আনন্দ করেছে, এক হয়ে হেসেছে, এক হয়ে বিশ্বের আর সব দেশকে হুমকি দিয়েছে। এই ছেলেটা এখনো মাঠে নামলে থরথর করে কাঁপে দুনিয়ার বাঘা বাঘা সব বোলাররা। এখনো মনে পড়ে ৩৯২ রান করার পরও ইংল্যান্ডের অধিনায়কের কপাল থেকে টপটপ করে ঘাম ধরে পড়ার দৃশ্য - এক আশরাফুলের কাছেই নাস্তানাবুদ হয়ে তার সব বোলাররা ছিটকে পড়ছে গ্যালারীতে, কি করে ভুলি আশরাফুলের এক পা তোলা সেই ছক্কা খেয়ে ফ্লিনটপ মাথা কাত করে নিজের রানওয়েতে ফেরত যাচ্ছে, কিভাবে ভুলি এই মামুলি ছেলেটার হাতে যখন মার খাচ্ছে তার টিমের বিশ্বসেরা বোলাররা তখন উইকেটের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে এডাম গিলক্রিস্ট ! কিভাবে ভুলবো সে যখন একটা শট খেলে ধারাভাষ্যকাররা তার ব্যাট চালানো দেখেই বলে দেয় - Shot of the match ! মুরলিধরণের সাথে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফিতে ভাগ বসিয়েছে তার ৩ ভাগ বয়সের ছোট যে ছেলেটি তাঁকে কিভাবে ভুলে যাবো ! সারা বিশ্ব ভূলে গেলেও ক্রিকেটের মাস্টার শচীন টেন্ডুলকার আজীবন মনে রাখবে যে তাঁকে ১৭ বছরের একটা ছেলে স্কুপ খেলা শিখিয়েছে, যে শট খেলতে এখনো কলিজা কাঁপে তার মতন খেলোয়াড়েরও ! তাকে মনে রাখবে ম্যাকগ্রাথ, গিলেস্পি, ফ্লিনটফের মতন বোলাররা - যার কারণে অনেকবারই তাদের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে গিয়েছিলো। তাকে মনে রাখবে দুনিয়ার আর সব দলের ক্যাপ্টেনরা - যারা আশরাফুল আউট হলে পেছন থেকে রুমাল টেনে বের করে লালচে হয়ে উঠা মুখ থেকে স্বস্তির ঘাম মুছতো। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে এখনো যে ছেলেটির রান সর্বোচ্চ, যে ছেলেটি প্রথমবারের মতন টেস্ট ইনিংসে দুইবার ১৫০+ রান করেছে তাকে ভালোবাসাই যায়, তার জন্য কাঁদাই যায়।
#Reply:
Jahir Khan ভাই কি লিখলেন আপনি|আপনার লেখা পড়ে তো আশরাফুলের জন্য চোখে পানি এসে পরেছে| আপনি আমার মনের কথা গুলো লিখছেন|যা আমার মনে আসে তবে আমি সাজিয়ে লিখতে পারিনা| আমি আশরাফুলকে অনেক অনেক ভালবাসি ||      #Reply: MD Rahman আমি আশরাফুলকে খুব ভালবাসি but ওকে খুব মিছ করছি BCB চাইলে ওকে কম সাজা দিতে পারত but নিজের সততা দেখাতে গিয়ে ওর life টা শেষ করেদিল but আশরাফুলকে বলব জীবনে একদিন হলেও মাঠে নেমে নিজকে আবারও পুরনো রুপে তুলে ধরবে মহন আললাহ সেই তৌফিক দান করুক আমীন.....

 সম্প্রতি শেষ হওয়া U.S.A এর একটি লীগে আশরাফুল এর ৫ ম্যাচ এর স্কোর:-- ১ম ম্যাচ - ৩৭ বলে ৬৭ ২য় ম্যাচ - ৬৭ বলে ১৫৪ ৩য় ম্যাচ - ৭৩ বলে ১৪৪ ৪র্থ ম্যাচ - ৭ বলে ১৩ ৫ম ম্যাচ - ৫৩ বলে ৬৪ মোট রান:৪৪২ গড়:৮৮.৪ বস নিষিদ্ধ থাকলেও পারফরমেন্স দিয়ে তাকে মনে করিয়ে দিচ্ছেন। কে কে মিস করতেছেন আশরাফুল কে ? আর এই কমেন্ট এর বিপরীতে লাইক আসে ৮৪০+ & reply আসে ২০+.

 আর এসবের মানে একটাই। সবাই আশরাফুলকে বাংলাদেশের হয়ে মাঠে দেখতে চায়। সবার একটাই কথা আশরাফুল এখনো ফুরিয়ে যায় নি। সবাই সেই দিকে তাকিয়ে আসে আশরাফুল কবে মাঠে ফিরবেন



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট