জেনে নিন অভিনেত্রি সাফি'র অভিনয় শুরুর গল্প

সাল ২০১৩!! আদনান আল রাজীব এয়ারটেলের জন্য তৈরি করেন টেলিছবি @18 অলটাইম দোড়ের উপর। আর এই টেলিছবির মাধ্যমেই সাফা'র ক্যমেরার সামনে দাঁড়ানো।
দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাতকারে সাফা বলেন, 'মানুষের জীবনের পথ কোন দিকে যাবে, বলা মুসকিল। কখনোই ভাবিনি মিডিয়াতে কাজ করব। কিন্তু আজ আমি বিনোদনজগতের একজন।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) বিবিএর ছাত্রী তিনি - See more at: http://www.campuslive24.com/campus.97418.live24/#sthash.g79qQQcG.dpuf
সাফা জানান, এখন তার সব ভাবনা নাটক আর বিজ্ঞাপঙ্কে ঘিরে। ইচ্ছে করেলেই এখান থেকে সরে যাওয়া যাবে না। আমি এখন এক নতুন জগতে আছি। বিজ্ঞাপনচিত্র বা নাটকে সবাই আমাকে দেখছেন, চিনছেন। কাজের প্রশংসা করছেন। ভালোবাসছেন। সম্মান করছেন এক জিবনে এর চেয়ে আর কিছু পাওয়ার আছে?

 আজকের সাফার শুরুটা হয়েভহিল কীভাবে?? সাফা বলেন, এ এক লম্বা গল্প। ২০১৩ সাল। সাম্নেই ভালোবাসা দিবস। আমার তখন দিনের বেশির ভাগ সময় কাটছে ফেইসবুকে। নিজের সুন্দর সুন্দর ছবি তুলে ফেইসবুকে দিচ্ছি। ওই ছবি দেখে একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করা হয়। আদনান আল-রাজিব এয়ারটেল এর জন্য টেলিছবি তৈরি করেন। নাম @18: অলটাইম দোড়ের উপর। এই টেলিছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয় আমাকে।

অভিনয়!!! হঠাৎ এই প্রস্তাবে রোমাঞ্চিত হন সাফা।  মা-বাবাও রাজি। সাফা বলেন,'টেলিভিশনে অভিনয় করব। সবাই আমাকে দেখবে! ওহ! খুসিতেই রাজি হয়ে যাই।'

এর পর airtel এর মদেল হন সাফ। তারপর সমান তালে অপার পেতে থাকেন নাটক আর বিজ্ঞনপনের। একে একে অভিনয় করেন, ভালোবাসা ১০১, অতঃপর আমারা, না-পুরুষ,একলা মেয়ে নাতটকে। অভিনয় করেন ধারবাহিক নাটকেও- রেদওয়ান রনির ভার্সিটি, ইমরাউল রাফাতের রাব্বু ভাইয়ের বউ।
সাফা কাজ করেছেন বিজ্ঞাপনেও। করছেন উপস্থাপনাও।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) বিবিএ করছেন সাফা।







ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) বিবিএর ছাত্রী তিনি

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট