জেনে নিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সম্পর্কে

আমরা প্রতিনিয়ত প্রযুক্তির কল্যানে বিভিন্ন ধরনের সাইবার অপরাধের সাথে জড়িয়ে পড়ছি। সেটা জেনে হোক আর না জেনেই হোক। কিন্তু আমারা কি জানি এই সব অপরাধের শাস্তি কি?? যদি যানা থাকে তা হলে ভালো, আর যদি যানা না থাকে তাহলে চলুন জেনে নেই


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬(২০১৩ সংশোধিত)
  1. কম্পিউটারে যে কোন ধরণের তথ্য চুরি অথবা বিকৃতি ঘটালে অনধিক ১৪ বছরের এবং নূন্যতম ৭ বছর কারাদন্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থ দন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।
  2. কম্পিউটার হ্যাকিং অথবা কারো অনুমতি ব্যতিত যে কোন ইলেক্ট্রনিক আই.ডি তে প্রবেশ করলে তিনি অনধিক ১৪ বছরের এবং নূন্যতম ৭ বছর কারাদন্ড বা অনধিক ১ কোটি টাকা অর্থ দন্ডে  দন্ডিত হতে হইবেন।

  3.  যে কোন ওয়েবসাইটে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্য, অশ্লীল অথবা মানহানিকর বক্তব্য, ছবি প্রকাশ করলে তিনি অনধিক ১৪ বছরের এবং নূন্যতম ৭ বছর কারাদন্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থ দন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।
  4.  অনুমতি ব্যতিত যে কোন সংরক্ষিত সিস্টেমে কোন ব্যক্তি প্রবেশ করলে তিনি অনধিক ১৪ বছরের এবং নূন্যতম ৭ বছর কারাদন্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থ দন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে হবেন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট