আসা ইউনির্ভাসিটিতে হয়ে গেল সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মসূচি

বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তার সাথে সাথে বাড়ছে সাইবার অপরাদ। যার ফলে প্রযুক্তির অপব্যবহার বেড়ে গেছে মাত্রাতিরিক্ত। আর এই সাইবার অপরাধ সর্ম্পকে  তরুন প্রজন্মকে সচেতন করার লক্ষে আয়োজন করে এই কর্মসূচির।
আজ ২৮ই ফেব্রুয়ারি ASA University Bangladesh এর সহযোগিতায়
  হয়ে গেল সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মসূচি।

কর্মসূচির প্রধান আয়োজক INSIGHT Bangladesh Foundation। এই কর্মসূচির প্রধান অতিথি ছিলেন আসাইউবি'র উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন্। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব রাখেন বাংলাদেশ পুলিশের ক্রাইম স্কোয়াড এর অপারেসনাল ডিরেক্টর তানবির হাছান যোহা (Vice Chairman, INSIGHT)।
student of ASAUB
নিরাপদ সাইবার জগৎএটাই হোক আজকের শপথ, এই স্লোগান এর সঙ্গে এখানে আলচনা করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬(২০১৩ সংশোধিত) বিষয়ে।
কর্মশালায় যে বিষয়ের দিকে বেশি যোর দেয়া হয় তা হল,  কীভাবে ইন্টারনেটে নিরাপদে থাকা যায়, কিশোরীদের করণীয়, অভিভাবকদের করণীয়, ব্যবসায় ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, আইসিটি ব্যবহারের উপকারিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় ছাত্র-ছাত্রিদের সাইবার অপরাধ বিষয়ে দুটি ভিডিও ক্লিপ দেখানো হয়। এবং বাংলাদেশের পেক্ষাপটে সাইবার অপরাধির শাস্থি সম্পর্কে আলোচনা করা হয়।
সবশেষে রাখা হয় প্রশ্ন-উত্তর পর্ব।
উক্ত  সেমিনারে উপস্থিত অনেক ব্যাক্তিবর্গ এই কর্মসূচি তরুন-তরুনীদের  সাইবার অপরাধ সম্পর্কে অবগত করা এবং পুলিশ সহ সকল আইন প্রোয়োগকারী সংস্থা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিস্তারিত প্রশিক্ষন এর পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট