Showing posts with label আইন. Show all posts
Showing posts with label আইন. Show all posts

এক দিনের ক্রিকেটে থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে সহ আরো অনেক কিছু

এক দিনের ক্রিকেটে থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে সহ আরো অনেক কিছু
ক্রিকেট সারা বিশ্বে কতটা জনপ্রিয় তা আমাদের সবারই জান। আর এই খেলাকে দিন দিন মোডিফাই করা হচ্ছে। আর সেই ধারাবাহিকতায় ক্রিকেটের নিয়মের মধ্যে আসছে ব্যপক পরিবর্তন।



ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো ও এটাকে আরো উপভোগ্য করতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি প্রতিনিয়ত কোন না কোন পরিবর্তন নিয়ে আসছে ক্রিকেটীয় সংবিধানে। তারই ধারাবাহিকতায় ‘আইসিসি ক্রিকেট কমিটি’ গত ১৫ ও ১৬ মে মুম্ব্বাইতে ২ দিন ব্যাপি একটি আলোচনা সভার আয়োজন করে। ভারতের সাবেক ক্রিকেটার ও আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান  অনিল কুম্বলের সভাপতিত্বে ১৪ সদস্যের এই মিটিংয়ে ‘ক্রিকেট, ক্রিকেটার, আম্পায়ার ও মিডিয়া’ বিষয়ক নানা নিয়ম সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করা হয়। 

এর মধ্যে এক দিনের ক্রিকেটে সাম্রতিক সময়ে ব্যাটসমানদের একক আধিপত্য বিষয়কে মাথায় রেখে কিছু পরিবর্তনের প্রস্তাবনার সিদ্ধান্ত হয়। এতে হয়তো ব্যাট-বলের খেলায় ব্যাটসম্যান ও বোলারদের লড়াইয়ে ফিরে আসবে ভারসম্য। 

প্রস্তাবনা একঃ 


“প্রথম ১০ ওভারে ১৫ গজ বৃত্তের মধ্যে দুইজন ‘ফিল্ডার/ক্যাচার’ রাখার যে বাধ্যতামুলক নিয়ম ছিল সেই নিয়মটি উঠিয়ে নেয়া হোক”।

ক্যাপ্টেন ৩০ গজের মধ্যে তার ফিল্ডারকে যেকোন জায়গায় দাড় করাতে পারবেন।

প্রস্তাবনা দুইঃ


“ব্যাটিং পাওয়ার প্লে” উঠিয়ে দেয়া হোক”। 


অর্থাৎ : ১১ থেকে ৪০ ওভারের মধ্যে বাধ্যতামুলক ৫ ওভারের ব্যাটিং পাওয়ার প্লে নিতে হয় ব্যাটিংয়ে থাকা দলকে। সেখানে মাত্র ৩ জন খেলোয়াড়কে দিয়ে বৃত্তের বাহিরে ফিল্ডিং করানো যায়। রান বন্যার এই ৫ ওভারটি উঠিয়ে দেয়ার পক্ষে আইসিসি ক্রিকেট কমিটি। 

প্রস্তাবনা তিনঃ 


“৪১-৫০ এই স্লগ ওভারে ৩০ গজ বৃত্তের বাহিরে ৫ জন ফিল্ডারকে ব্যবহার করার অনুমতি প্রদান করা হোক”। 

 অর্থাৎঃ  ১ থেকে ১০ অভারে ২ জন ফিল্ডার ৩০ গজের বাহিরে ফিল্ডিং করতে পারবেন। ১১ থেকে ৪০ অভারে ৪ জন ফিল্ডার আর শেষ ১০ ওভারে বৃত্তের বাহিরে থাকতে পারবেন ৫ জন ফিল্ডার।

এক দিনের ক্রিকেটে এই সকল পরিবর্তন সহ আরো কিছু ক্রিকেটীয় পরিবর্তনের সুপারিশের জন্য আইসিসির প্রধান নির্বাহীদের নিয়ে গঠিত কমিটির সাথে আলোচনা শেষে আগামি ২২-২৬ জুন আইসিসি বোর্ড কমিটির বার্ষিক সম্মেলনে প্রস্তাবনা ফাইল পেশ করা হবে। 

মিটিং পরবর্তী সিরিজ থেকে কার্যকর হতে পারে এই পরিবর্তিত নিয়মগুলো। এর ফলে ব্যাট-বলের ভারসম্যতা ক্রিকেটকে কি ধরনের উজ্জ্বলতা প্রদান করে সেটা দেখার অপেক্ষায় কোটি কোটি ক্রিকেট ভক্তরা। 
 -সূত্র টাইগার ক্রিকেট



জেনে নিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সম্পর্কে

জেনে নিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সম্পর্কে
আমরা প্রতিনিয়ত প্রযুক্তির কল্যানে বিভিন্ন ধরনের সাইবার অপরাধের সাথে জড়িয়ে পড়ছি। সেটা জেনে হোক আর না জেনেই হোক। কিন্তু আমারা কি জানি এই সব অপরাধের শাস্তি কি?? যদি যানা থাকে তা হলে ভালো, আর যদি যানা না থাকে তাহলে চলুন জেনে নেই


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬(২০১৩ সংশোধিত)
  1. কম্পিউটারে যে কোন ধরণের তথ্য চুরি অথবা বিকৃতি ঘটালে অনধিক ১৪ বছরের এবং নূন্যতম ৭ বছর কারাদন্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থ দন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।
  2. কম্পিউটার হ্যাকিং অথবা কারো অনুমতি ব্যতিত যে কোন ইলেক্ট্রনিক আই.ডি তে প্রবেশ করলে তিনি অনধিক ১৪ বছরের এবং নূন্যতম ৭ বছর কারাদন্ড বা অনধিক ১ কোটি টাকা অর্থ দন্ডে  দন্ডিত হতে হইবেন।

  3.  যে কোন ওয়েবসাইটে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্য, অশ্লীল অথবা মানহানিকর বক্তব্য, ছবি প্রকাশ করলে তিনি অনধিক ১৪ বছরের এবং নূন্যতম ৭ বছর কারাদন্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থ দন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।
  4.  অনুমতি ব্যতিত যে কোন সংরক্ষিত সিস্টেমে কোন ব্যক্তি প্রবেশ করলে তিনি অনধিক ১৪ বছরের এবং নূন্যতম ৭ বছর কারাদন্ড বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থ দন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে হবেন।