Mozilla Firefox এর ১৫ টি শর্টকাট যা আপনার অভিজ্ঞতাকে নিয়ে যাবে অন্য লেভেলে

Mozilla Firefox অনেকের কাছে ব্রাউজার মানেই মজ্জিলা। মজ্জিলা ফায়ারফক্স এ ব্রাউজিং  সুবিধার কারনে এটি বিশ্বে খুবই জনপ্রিয়। আপনি প্রতিদিন মজ্জিলা দিয়ে ব্রাউজিং করেন কিন্তু আপনি কি এর শর্টকাট গুলি জানেন? যা ব্যবহার করে আপনি আরোও সহজ করতে পারেন আপনার ব্রাউজিং অবিজ্ঞতা নিয়ে যেতে পারেন অন্য লেবেল। যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নেই Mozilla Firefox এর কিছু শর্টকাট 


√ F5- এটি ব্যবহার করে বর্তমান পেইজকে রিফ্রেশ বা রি-লোড দিতে পারেন।

√ F11- বর্তমান পেইজকে ফুল স্ক্রিন করতে এটি ব্যবহার করতে পারেন। ফুল স্ক্রিন বাদ দেয়ার জন্য আবার f11 চাপুন।

√ Space Bar- একই সময়ে কোন পেইজের নিচে যাওয়ার জন্য এটি ব্যবহার করতে পারেন।

√ Alt +Home- এই shortcut টি ব্যবহার করে ফায়ারফক্সের হোম পেইজটি ওপেন করতে পারবেন।

√ Alt + left arrow -পিছনের পেইজ যাওয়ার জন্য।

√ ctrl +right arrow- কোন পেইজ থেকে পিছনে আসার পর আবার ঐ পেইজে যেতে এটি ব্যবহার করতে পারেন।

√ Ctrl+D- কোন পেইজ যদি দরকারি মনে হয় তা হলে এই সর্টকাট টি ব্যবহার করে সেই পেইজটি বুকমার্ক করে রাখতে পারেন।

√ Ctrl+ F - কোন অপশন বা ওয়ার্ড সার্চ করারা জন্য এটি ব্যবহার করতে পারেন।

√ Ctrl+ J- খুব সজেই ডাউনলোড পেইজ ওপেন করতে পারেন।

√ Ctrl+K- এর মাধ্যমে কীবোর্ড ব্যবহার করে কার্সর বা মাউস পয়েন্টি সার্চ বক্সে নিয়ে যেতে পারেন।

√ Ctrl+L- এর মাধ্যমে কার্সর পয়েন্টার address বক্সে নিতে পারেন।

√Ctrl+P- বর্তমান পেইজ প্রিন্ট করুন।

√ Ctrl+ T- নতুন একটি ট্যাব খুলতে পারেন।

√ Ctrl+W- বর্তমান ট্যাব কাটার জন্য এটি ব্যবহার করুন।

√ Ctrl+ Shift+W- পুরো ফায়ারফক্স উইন্ডো কাটার জন্য এটি ব্যবহার করুন।


বন্ধুরা আজ এই পর্জন্তই দেখা হবে আগামি পোষ্টে।
নতুন নতুন বিষয় সম্পর্কে জনতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট