Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts
Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts

এই জানুরিতে'ই আসছে নেক্সাস 6P স্মার্টফোন

এই জানুরিতে'ই আসছে নেক্সাস 6P স্মার্টফোন
গুগল নেক্সাস সিরিজ এর  সর্বোশেষ  স্মার্টফোন  "নেক্সাস 6P" । এটি তরৈ করেছে চায়না আর কারিগরি সহায়তা দিয়েছে হুয়াই। গুগল বরাবরই তাদের গ্রাহকদের জন্য কিছু ভিন্ন জিনিস নিয়ে আসে আর তা ধারাবাহিকতায় আসল এই ফোনটি।


আন্ড্রয়েড চালিত  স্মার্টফোনে কি কি থাকছে  চলুন দেখে নিই ।
Nexus 6P


ডিজাইনঃ

এর ডিজাইনে আনা হয়েছে কিছুটা ভিন্নতা। এটি আপনার জিবনের সাথে মানানসই একটি ফোন। এটি হিরে কাটার তা দ্বারা চার দিক থেকে পরিবেষ্টিত।


তৈরি প্রযুক্তিঃ



ফোনটি হুয়াই কম্পানির কারিগরি সহায়তায় তৈরি করে একটি চায়না প্রতিষ্ঠান। Nexus 6P তোইরি করা হয়েছে এর শক্তির উপর ভিত রেখে। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন অক্ট্রা-কোর ৮১০ প্রসেসরে। এটি আগের সিরিজের মতই দ্রুত এবং এর ব্যাটারি আগের মতই মৃতব্যায়ি। এতে ব্যাবহার করা হয়েছে ৩৪৫০ mAh ব্যাটারি।  দ্রুত চার্জ দেয়ার জন্য এর সাথে রয়েছে USB C টাইপ ফোর্ট।


ক্যামেরা এবং ছবি



এট কম আলোতেও অনে উজ্জ্বল ছবি তুলতে সক্ষম। এতে আছে ১২.৩ শঝ ক্যামেরা যা দিয়ে আপনি কম-বেশি আলোতে একটি ভালো মানের ছবি তুলতে পারবেন। এর ১.৫৫ µm সেন্সর দিয়ে বাজারের অন্য যে কোন সেন্সর বেশি আলো দিয়ে ছবি তুলতে পারবেন। এতে আরো আছে গুগল হাইস্পিড গুগল ক্যামেরা অ্যাপ, যার সাহায্যে আপনার জীবনের সব গুলো মহুর্তই ধরে রাখতে পারবেন।  

নিরাপত্তা

এর নিরাপত্তার জন্য আপনার আঙ্গুলের একটি চাপই যতেষ্ঠে। এতে ব্যবহার করা হয়েছে দ্রুততম ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ব্যবহারকারীদের শুবিধার জন্য এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এর পিচনে স্থাপন করা হয়েছে।

গ্যালাক্সি অন ৫-- স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন ফোন ।

গ্যালাক্সি অন ৫-- স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন ফোন ।



গ্যালাক্সি অন ৫ মডেলের একটি নতুন ফোন যোগ হল স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজে।

ফোনটিতে আছে ৫ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে যার ডিসপ্লেতে আছে ৭২০ পিক্সেল এর ক্ষমতা। পুরুত্বের দিকে ফোনটি ১৪২.৩x ৭২.১x ৮.৫ মিলিমিটার। অন ৫ ফোনটিতে আছে কোয়াডকোর এক্সিনোস প্রসেসর,১.৫ জিবি র‌্যাম । এবং ৮ জিবি বিল্টইন মেমোরি। ফোনটির ব্যাক কভার চামড়া দিয়ে তৈরি করা হয়েছে। মাইক্রো এসডি কার্ডে মেমোরি বাড়ানোর সুযোগ আছে ৩২ জিবি। ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের, ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
এর ব্যাটারি ক্ষমতা ২৬০০ মিলিঅ্যাম্পায়ারের।ডুয়েল সিমের এই ফোনটি ওয়াই ফাই ও এলটিই নেটওয়ার্ক সমর্থন করে।

ফোনটির মূল্য ১৫৫ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় মাএ ১২ হাজার ৭৫ টাকা।

এসার এর স্মার্টফোনে ব্যাবহার করা যাবে তিন সিম

এসার এর  স্মার্টফোনে ব্যাবহার করা যাবে তিন সিম
স্মার্টফোনের বাজারে উপস্থিতি বাড়িতে কাজ করছে প্রযুক্তি পন্য নির্মাতা প্রতিষ্ঠান এসার। এরই ধারাবাহিকতায় লিকুইড এক্স-২ নামে নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে এই প্রতিষ্ঠান। এই স্মার্টফোন্টির বৈশিষ্ট্য হলো এতে এক সাথে তিনটি সিম ব্যবহার করা যাবে। লিকুইড এক্স ২ এর কবে নাগাদ বাজারে আসবে তা এখনো প্রকাশ করা হয়নি।

কি কি থাকছে এই স্মার্টফোন:

►সিমঃ ৩টা
►ডিসপ্লেঃ ৫.৫ ইঞ্চি
►রেজুলেশনঃ ১৯২০*১০৮০ পিক্সেল
►প্রসেসরঃ অক্টা-কোর (৬৪-বিট)
►ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল (ব্যাক), ১৩ মেগাপিক্সেল (সামনে)
►র‍্যামঃ ২জিবি
►ম্যামোরিঃ ১৬ জিবি (সর্বোচ্চ ৩২ জিবি ব্যবহার করা যাবে)
►USB: MicroUSB
►ডিসপ্লেঃ ISP LCD
►ওজনঃ ১৫৫ গ্রাম
►ব্যাটারিঃ ৪০০০ মিলি অ্যাম্পিয়ার
Operating System Version: Android 5.0 Lollipop

ডিভাইস উন্মোচনের পাশাপাশি লিকুইড এক্স২ এর জন্য কুইক টাচ ফ্লিপ কেস উন্মোচন করেছে এসার। যার মাধ্যমে ফ্লিপ কবার না খুলেই মিউজিক, আবহাওয়া, সময় সহ অন্যান্য ফিচার নিয়ন্ত্রনের সুবিধা পাবেন এর ব্যবহারকারিরা। এর চার হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনাকে দিবে দির্ঘ সময় ব্যাকাআপ।
ধারনা করা হচ্ছে তিন সিম ব্যবহার করার সুবিধা থাকায় এটি ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারে ব্যপক সাড়া ফেলবে।


আপনার মোবাইল দিয়ে তোলা ছবিকে করে তুলন আরও আকর্ষণীয়

আপনার মোবাইল দিয়ে তোলা ছবিকে করে তুলন আরও আকর্ষণীয়
আমারা প্রতিনিয়ত মোবাইলে ছবি তুলি এডিট করি আর ফেইজবুকে আপলোড দেই। এটা এখন আমাদের রুটিন কাজ। এর মধ্যে একটা প্রতিযোগিতা চলে আর তা হল কে কত ভালো ছবি আপলোড করতে পারে। আর যত ভালো ছবি তত বেশী লাইক।

Camera 360 দিয়ে এডিট করা।



ভালো ছবি আপলোড দেয়ার জন্য ভালো ক্যামেরা ই যথেষ্ঠ না। তার জন্য দরকার ভালো ফটো এডিটিং সফটয়্যার। আর আপনারা যাতে মোবাইল দিয়ে ভালো ভাবে ছবি এডিটিং করতে পারেন সে জন্য নিয়ে আসলাম camera360 নামের এই অ্যাপস। camera 360 দিয়ে আপনি নিজের মত করে কালার দিয়ে ছবি এডিট করতে পারবেন। আর বেশি কিছু বলছি না একবার ইন্সটল করে দেখুন।

http://www.mediafire.com/?vbqhjwdx5y1rs



আপনার মোবাইলের ছবিকে দিন DSLR ইফেক্ট

আগামী জুলাই মাসেই স্যামসাং গ্যালাক্সি নোট ৫ বাজারে

আগামী জুলাই মাসেই স্যামসাং গ্যালাক্সি নোট ৫ বাজারে
কোরিয়ার মিডিয়া হুওয়ার্ড-এর কাছ থেকে জানা গেছে যে, আগামী জুলাই মাসেই স্যামসাং গ্যালাক্সি নোট ৫ বাজারে আনার ঘোষণা দিতে পারে। কোম্পানিটি নোট ৫ দিয়ে অ্যাপেলের আইফোন ৬প্লাসকে পেছনে ফেলার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে । এটিই হবে স্যামসাং গ্যালাক্সি নোট ৪ এর পরবর্তী সংস্করণ যা হয়তো সেপ্টেম্বরের শুরুতেই গ্রাহকদের হাতে এসে পৌঁছাবে। অবশ্য জুলাইয়ের প্রথম দিকেই কোরীয়ার বিখ্যাত এই কোম্পানিটি আনুষ্ঠানিক ভাবে তাদের কাঙ্খিত এই ফোন সেটটির বিষয়ে ঘোষণা দিবে। দু’দিন আগে শেষ হওয়া বার্লিন আইএফএ ট্রেড শো’তে জানা গেল স্যামসাংয়ের আসন্ন স্মার্টফোনটি সম্পর্কিত এ সব তথ্য।




খুব দ্রুতগতিতে গ্যালাক্সি নোট ৫ তৈরির কাজ চলছে। কারণ স্যামসাং চাইছে অ্যাপেলের আইফোন ৬এস এবং ৬এস প্লাস এর বিষয়ে ঘোষণা আসার আগেই নোট ৫ এর ঘোষণা দিতে। স্যামসাং এবারই প্রথম অ্যাপেলকে অবমুক্তির তারিখে পিছিয়ে রাখার চ্যালেঞ্জ জানাচ্ছে।

ইতোমধ্যে জানা ২০১৫ এর মধ্যেই গেছে গ্যালাক্সি নোট ৫ আল্ট্রা-এইচডি (২১৬০ * ৩৮৪০) রেজ্যুলুশন সম্পন্ন অ্যামোলেড স্ক্রীন সহকারে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। হুওয়ার্ড এর তথ্যমতে রেগুলার নোট ৫ এর আকার হবে ৫.৮৯ ইঞ্চি এবং নোট ৫ এজ হবে ৫.৭৮ ইঞ্চি। এতে থাকবে এক্সিনস চিপসেট, সম্ভবত গ্যালাক্সি ৬ এ যেমনটি ছিল। কোরীয়ার মিডিয়া জানিয়েছে যে, নোট ৫ হবে ০.৩১ ইঞ্চি (৭.৯মিমি) পুরু। আগের নোটটি এর চেয়ে ০.০২ ইঞ্চি বেশি পুরু ছিল। অবশ্য এর ব্যাটারীটি হবে আগেরটির চেয়ে বড়- ৪১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার।

সত্যিই যদি এই সব বৈশিষ্ট্য নিয়ে স্যামসাং গ্যালাক্সি নোট ৫ বাজারে আসে তবে তা নিঃসন্দেহে গ্রাহক হৃদয় জয় করতে সক্ষম হবে। কিন্তু ঘটনাটি ঘটবে কি ঘটবে না তা জানতে যথারীতি অপেক্ষা করতেই হচ্ছে।

সূত্রঃ ইন্টারনেট

অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবি এডিটিং করার অভিজ্ঞতাকে নিয়ে যান ভিন্ন লেবেলে

অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবি এডিটিং করার অভিজ্ঞতাকে নিয়ে যান ভিন্ন লেবেলে
কিছুদিন আগে after effects নামে একটি অ্যান্ড্রয়েড ফটো এডিটিং apps শেয়ার করেছেলাম। তাতে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছিলাম তাই আজ আরো দুটি ছবি এডিটিং apps নিয়ে হাজির হলাম।
আমি নির্সন্দেহে বলতে পারি এই apps দুটি আপনাদের ছবিটিং এ আপনাদের এক অন্য লেবেলে নিয়ে যাবে। দুটি apps হল  Lidow এবং Insta-PicFX-।

Lidow- এই অ্যাপ্সে উল্যেখ করার মত কিছু ফিচার্স হল Splash, Blur, Mirror, filter সহ আর অনেক কিছু। একবার ব্যাবহার করেই দেখুন, তারপর নিজেই বুজবেন কতটা ভালো মানের apps।

http://downloads.ziddu.com/download/24490109/Lidow-3.11_33.apk.html


Insta-PicFX- এই apps নিয়ে ও বেশি কিছু বলার নাই। তবে ফিচার্স গুল হচ্ছে Effects, Overlay, Grunge,sketch, Frames সহ আরো অনেক কিছু। নিচ থেকে ডাউনলোড করে নিন।





http://downloads.ziddu.com/download/24490106/Insta-PicFX-1.4_5.apk.html